৳ ১৫০ ৳ ১৩২
|
১২% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
আশির দশকে রহীম শাহকে আমার চোখে পড়ে। প্রথমে তার লেখা ছড়া-কবিতা, পরে মানুষটিকে বলতে দ্বিধা নেই, দুটিই আমার ভালাে লাগে । লেখক- কবি রহীম শাহ ভিন্ন মেজাজের । মেধাবী ও পরিশ্রমী। সৎ, অত্যন্ত সৎ লেখক । ওর মনােভাব ও দৃষ্টিভঙ্গি ওর রচনাতেও যথেষ্ট পাওয়া যাবে। ছড়ার প্রচলিত রীতির প্রতি অনুগত দেখালেও ফর্ম ভাঙচুরও করেছেন অনেক ক্ষেত্রে-এইটে দেখে বড় ভালাে লেগেছে। অন্নদাশংকর রায়ের এই পথে রফিকুল হককে প্রায় একাই বিচরণ করতে দেখেছি। এতদিন । উদ্ভট আজগুবিই শুধু নয়-কবিতায় ব্যাখ্যা ও শব্দার্থের বহুমাত্রিকতার স্বাদও পেয়েছি। আর কিছু মিল, অলীক রস ও বিস্ময়কর মিল, যা ছড়ার প্রাণ, কত অনায়াসে তিনি এনেছেন, সাজিয়েছেন। বড় যত্নে, বড় ভালােবেসে। ছােটদের প্রতি শ্রদ্ধা, সমীহবােধ থাকলেই এই কাজটি করা সম্ভব। বােঝা যায়, পুঁজি বা রেস্ত তার আছে, সাহস ও শক্তিরও অভাব নেই। তার এই অপরূপ বইটি ছােটদের যেমন আনন্দ দেবে, তেমনি বড়দেরও চিন্তার খােরাক জোগাবে এই আশা আমি করতেই পারি। --- আসাদ চৌধুরী
Title | : | আগাডুম ছড়া বাগাডুম ছড়া |
Author | : | রহীম শাহ |
Publisher | : | রাতুল গ্রন্থপ্রকাশ |
ISBN | : | 9789849168935 |
Edition | : | 2015 |
Number of Pages | : | 24 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
রহীম শাহ ১৯৫৯ সালের ৩রা অক্টোবর চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ায় রহীম শাহ জন্মগ্রহণ করেন। তাঁর আদিবাস চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মোহাম্মদপুরের কাজীবাড়ি। কে. এম. আবদুস শুকুর এবং সৈয়দা রিজিয়া বেগমের পঞ্চম সন্তান তিনি। পেশায় সাংবাদিক। বাংলাদেশ পরিবেশ আন্দোলনের অন্যতম কর্মী রহীম শাহ শিশু ও পরিবেশবিষয়ক বেসরকারি সংস্থা শাপলা দোয়েল ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এবং এনসিসি (নেচার কনজারভেশন কমিটি)-এর ভাইস প্রেসিডেন্ট। প্রধানত শিশু-কিশোর সাহিত্যের লেখক। ১৯৭০ সাল থেকে লেখালেখির শুরু। বাংলাদেশের প্রায় প্রতিটি পত্রপত্রিকার নিয়মিত লেখক। এ-পর্যন্ত তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫২। সাহিত্যকর্মের জন্য বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন থেকে সম্মানিতও হয়েছেন। ইতোমধ্যে তিনি অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, কবি আবু জাফর ওবায়দুল্লাহ স্মৃতি পুরস্কার, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান স্বর্ণপদক, মওলানা ভাসানী স্মৃতি পুরস্কার, জসীমউদ্দীন স্মৃতি পুরস্কার, আবদুল আলীম স্মৃতি পুরস্কার, শিশু-কিশোর নাট্যম শিশুসাহিত্য পুরস্কার, আমরা কুঁড়ি শিশুসাহিত্য পদক, চন্দ্রাবতী একাডেমী শিশুসাহিত্য সম্মাননা, কথন শিশুসাহিত্য পদক, কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি স্বর্ণপদক, কবি গোবিন্দচন্দ্র দাশ সাহিত্য সম্মাননা এবং নওয়াব ফয়জুননেসা স্বর্ণপদক-এ ভূষিত হয়েছেন।
If you found any incorrect information please report us