৳ ৪৫০ ৳ ৩৬০
|
২০% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
ধর্মগ্রন্থ হিসেবে পবিত্র কোরানের বাণী চিরন্তন। কিন্তু ভাষা নিত্য বিবর্তনশীল। ফলে প্রতি যুগেই সে-যুগের উপযোগী ও বোধগম্য ভাষায় মহাগ্রন্থের নতুন ও নির্ভরযোগ্য অনুবাদের প্রয়োজন রয়েই যায়। কোরান অবতীর্ণ হয়েছিল আরবিতে। বলাবাহুল্য আরবি ও বাংলা ভাষার মেজাজ এক নয়। বাক্যগঠনরীতি বা বাভঙ্গিতেও রয়েছে স্বাতন্ত্র্য । উপমা-উৎপ্রেক্ষা- যমক ব্যবহারের নিজস্ব বৈশিষ্ট্য। উপরন্তু কোরানের ভাষা ক্লাসিকধর্মী, অলঙ্কারবহুল। ফলে আক্ষরিক অনুবাদের সাহায্যে অনেক সময়ই বাচ্যার্থ ছাড়িয়ে মর্মার্থে পৌছানো সম্ভব হয় না। অথচ কোরানেই বারবার এর আয়াতের অর্থ উপলব্ধি ও তা হৃদয়ঙ্গম করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পৃথিবীর অন্যান্য ভাষায় যেমন তেমনি বাংলা ভাষায়ও এ-পর্যন্ত বহুবার এ-মহাগ্রন্থের অনুবাদ হয়েছে। গিরিশচন্দ্র সেন, মোহাম্মদ আকরম খাঁ, আবুল ফজল, কাজী আবদুল ওদুদ প্রমুখ অনেক খ্যাতজনই কোরানের আংশিক বা পূর্ণাঙ্গ অনুবাদ করেছেন। এসব অনুবাদও তাঁদের নিজস্ব বৈশিষ্ট্যে উজ্জ্বল নানা তাৎপর্যে মণ্ডিত। তারপরও একালের বাংলাভাষী পাঠকের জন্য কোরানের একটি সহজ, মূলানুগ ও পূর্ণাঙ্গ অনুবাদের প্রয়োজন অনেকদিন ধরেই অনুভূত হয়ে আসছিল। ইতিপূর্বে মুহাম্মদ হাবিবুর রহমানের সংকলিত কোরানসূত্র গ্রন্থটির প্রকাশ পাঠকের এ-প্রত্যাশাকে আরও বাড়িয়ে দেয়। আসলেও আধুনিক ভাষাজ্ঞান, যুগ ও জীবনচেতনা, সর্বোপরি এক এনসাইক্লোপেডিক মন নিয়ে তাঁর চেয়ে যোগ্য ব্যক্তি এ-কাজের জন্য আমাদের দেশে এ-সময়ে আর কে হতে পারতেন! দেশে ও বিদেশে এ-যাবৎ প্রকাশিত কোরানের বিভিন্ন অনুবাদের তুলনামূলক পাঠ এবং তাঁর দীর্ঘ অভিধানচর্চার অভিজ্ঞতা মুহাম্মদ হাবিবুর রহমানকৃত কোরানের এই সরল বিশ্বস্ত অনুবাদটিকে আলাদা মূল্য দিয়েছে। মুহাম্মদ হাবিবুর রহমান শিক্ষালাভ করেন প্রেসিডেন্সি কলেজ, রাজশাহী কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। লন্ডনের লিঙ্কস্ ইন থেকে ১৯৫৯ সালে তিনি ব্যারিস্টার হন। বিভিন্ন সময়ে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও আইন বিভাগে অধ্যাপনা করেন। ১৯৬৪ সালে তিনি ঢাকা হাইকোর্ট বারে যোগদান করেন। ১৯৯৫ সালে বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হন। তিনি ১৯৯৬ সালের ৩০ মার্চ হতে ২৩ জুন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করেন। জনাব হাবিবুর রহমান ১৯৮৪ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার লাভ করেন । তিনি বাংলা একাডেমী ও এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ-এর একজন ফেলো । ইন্স্টিটিউট অব ল অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট। তিনি লিঙ্কন্স্-ইন-এর অনারারি বেঞ্চার এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উরস্টার কলেজের অনারারি ফেলো। লেখকের উল্লেখযোগ্য গ্রন্থগুলো : কোরানসূত্র, যথাশব্দ (বাংলা ভাষায় প্রথম ভাব-অভিধান), বাংলাদেশের তারিখ, আমরা কি যাবো না তাদের কাছে যারা শুধু বাংলায় কথা বলে, আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা, গঙ্গাঋদ্ধি থেকে বাংলাদেশ, মাতৃভাষার সপক্ষে রবীন্দ্রনাথ, মনের আগাছা পুড়িয়ে, বঙ্গ বাঙ্গালা বাংলাদেশ, মিত্রাক্ষর এবং সরকার সংবিধান ও অধিকার।
Title | : | কোরানশরিফ সরল বঙ্গানুবাদ |
Translator | : | বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান |
Publisher | : | মাওলা ব্রাদার্স |
ISBN | : | 9844101964 |
Edition | : | 15th Print, 2019 |
Number of Pages | : | 512 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
If you found any incorrect information please report us