বাংলাদেশে পুস্তক প্রকাশনা (হার্ডকভার) | Bangladeshe Pustok Prokashona (Hardcover)

বাংলাদেশে পুস্তক প্রকাশনা (হার্ডকভার)

৳ 100

৳ 90
১০% ছাড়
টি Stock এ আছে
Quantity

0

৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়;  ১১৯৯+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৬৯৯+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER

বই সংক্ষেপ
লেখক

বইটি বাংলাদেশের গ্রন্থ প্রকাশনার বিভিন্ন বিষয়কে নিয়ে লেখা লেখকের নয়টি প্রবন্ধের সংকলন। প্রবন্ধগুলো সেমিনার ও সভা-সমিতিতে মূল প্রবন্ধ, আলোচনা অথবা সভাপতির ভাষণ হিসেবে রচিত ও পঠিত।  গ্রন্থ প্রকাশনা সম্পর্কে অন্যদের মতামত ও বক্তব্যের প্রতিক্রিয়া জানাতেও কয়েকটি প্রবন্ধ রচিত হয়েছে।  প্রবন্ধগুলোর বিষয়ের ভিন্নতা থাকলেও এগুলোর মধ্যে একটি যোগসূত্র আছে। কারণ এসব প্রবন্ধের লক্ষ্য একটাই-তা হলো গ্রন্থ প্রকাশনার অন্তর্নিহিত বাণিজ্যিক ও পেশাগত সমস্যাগুলোকে পেশাদারী দৃষ্টি থেকে বিচার করা, সমস্যার স্বরূপকে জানা এবং সমাধান খোঁজার চেষ্টা করা।  এদেশের গ্রন্থ প্রকাশনা শিল্পের ভিত্তি মজবুত নয়, অথচ এগার কোটি মানুষের এই দেশে এই খাতটিতে বার্ষিক বিনিয়োগ কোটি কোটি টাকা। হাজার হাজার গ্রন্থব্যবসায়ী, দক্ষ ও অদক্ষ গ্রন্থকর্মী ও শ্রমিক এই শিল্পের সঙ্গে জড়িত আছেন।  শুধু আনুষ্ঠানিক শিক্ষাই এ দেশের কোটি কোটি মানুষকে বইয়ের ভোক্তাশ্রেণীতে পরিণত করেছে। আবার বইয়ের আছে মানুষের জ্ঞান অর্জন, অবসর বিনোদন, উপার্জন, কৌতূহল ইত্যাদি মৌলিক চাহিদা মেটানোর অসীম নিজস্ব ক্ষমতা। এতদসত্ত্বেও জাতীয় কিংবা আন্তর্জাতিক স্তরে আমাদের বই ও বইয়ের ব্যবসা সম্মানজনক স্থানে পৌছাতে পারেনি। লেখক দেখিয়েছেন এর পেছনের কারণগুলোকে এবং সিদ্ধান্তে এসেছেন এভাবে যে, বইয়ের জগতটিকে যতোই মনোহর মনে হোক না কেন, অন্যান্য ব্যবসা ও শিল্পের মতই এখানেও আছে কতকগুলো রূঢ় বাস্তবতা ও পেশাদারী সমস্যা। এসবকে পেশাদারী জ্ঞান ও অভিজ্ঞতা দিয়েই মোকাবেলা করা প্রয়োজন। আমাদের দিক থেকে ঐ ব্যাপারে উদ্যোগে ঘাটতি তো আছেই, কুসংস্কার, ভ্রান্তিবিলাস ও কূপমণ্ডুকতা যে নেই, তাও  নয়।  আমাদের বিশ্বাস, বইটি বাংলাদেশের গ্রন্থ প্রকাশনায় জড়িত পেশাজীবীদের নিজ পেশা ও পেশার সমস্যাকে নিবিড়ভাবে জানতে সাহায্য করবে। যাঁরা এই পেশায় সরাসরি জড়িত নন, তাঁরাও এই বই পাঠ করে বাংলাদেশের গ্রন্থ প্রকাশনার বর্তমান অবস্থা সম্পর্কে সম্যক অবগত হতে পারবেন।  লেখক, মহিউদ্দিন আহমেদ, তাঁর পেশাগত জীবন শুরু করেন সংবাদপত্রে সাংবাদিকতার মাধ্যমে। তিনি প্রায় ৪ বছর লাহোরের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে অধ্যাপনা করেন। পরে অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের পাকিস্তান শাখায় সম্পাদক হিসেবে যোগ দেন। এ সময় তাঁর প্রকাশনার নানাবিধ বিষয়ে ব্যাপক পেশাগত প্রশিক্ষণ লাভের সুযোগ হয়। তিনি স্বাধীনতার পর অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, বাংলাদেশ-এর প্রধান নির্বাহী নিযুক্ত হন। ইউনিভার্সিটি প্রেস লিমিটেড প্রতিষ্ঠার শুরু থেকে এ পর্যন্ত তিনি এর প্রকাশক ও ব্যবস্থাপনা পরিচালকরূপে কর্মরত আছেন।  গ্রন্থোন্নয়ন সংক্রান্ত দেশী ও বিদেশী নানা কার্যক্রমে তিনি ঘনিষ্ঠভাবে জড়িত। প্রকাশনার বিভিন্ন বিষয়ে 'ইন্টারন্যাশনাল পাবলিশার্স এসোসিয়েশন' আয়োজিত ওয়ার্ল্ড বুক কংগ্রেসসহ বিভিন্ন সেমিনার ও সিম্পোজিয়ামে সক্রিয়ভাবে যোগ দিয়েছেন।  তিনি 'ইন্টারন্যাশনাল এসোসিয়েশন অব স্কলারলি পাবলিশার্স' ও 'আফ্রো-এশিয়ান বুক কাউন্সিল'-এর অন্যতম সদস্য। 'বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি'র প্রতিষ্ঠাতা সহ-সভাপতি। বিদেশে বাংলাদেশের বইয়ের প্রসার ও রপ্তানী তাঁর বিশেষ আগ্রহের মধ্যে অন্যতম। বই রপ্তানীর ক্ষেত্রে অগ্রণী ভূমিকার জন্য বাংলাদেশ সরকার তাঁকে ১৯৮৩-৮৪ সালে রাষ্ট্রপতির রপ্তানী ট্রফি প্রদান করে। দেশের সামগ্রিক গ্রন্থোন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ১৯৯১ সালে জাতীয় গ্রন্থ কেন্দ্র স্বর্ণপদকে ভূষিত হন। পুস্তক প্রকাশনা ছাড়াও তিনি বাংলাদেশের উন্নয়ন বিষয়ে বিভিন্ন পত্রিকায় কলাম লিখে থাকেন। তাঁর রচিত বই মুদ্রণ শিল্প ১৯৮৬ সালে বাংলা একাডেমী থেকে প্রকাশিত হয়। তাঁর নিবন্ধ প্রকাশনা বিষয়ক আন্তর্জাতিক সংকলন 'আফ্রো-এশিয়ান  পাবলিশিং-কনটেম্পোরারী ট্রেন্ডস'-এ ১৯৯১ সালে প্রকাশিত হয়েছে।

Title:বাংলাদেশে পুস্তক প্রকাশনা (হার্ডকভার)
Publisher: দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড
ISBN:9840501380
Edition:1st Published, 1993
Number of Pages:120
Country:Bangladesh
Language:Bengali
Loading...
Loading...
Loading...
Loading...
Loading...

Reviews and Ratings

How to write a good review

Your Rating
*
Your Review
*
[1]
[2]
[3]
[4]
[5]
0

৳ 0