৳ ১৯০ ৳ ১৪৩
|
২৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
প্রথম সাময়িক পরীক্ষার পর লাবুরা ভেবেছিল কয়েকটা দিন মজা করে কাটিয়ে দেবে। কিন্তু কিসের কি! ওদের পরীক্ষা শেষ হওয়ার পর ওদের ইশকুলটাই পরীক্ষার মুখােমুখি পড়ে গেল। বলে কি! ইশকুল আবার পরীক্ষা দেয় নাকি! ব্যাপার অনেকটা সেরকমই। হয় হয় করেও কিসমতপুর হাই ইশকুল সরকারি হচ্ছিল না। হঠাৎ একদিন শিক্ষা অফিস থেকে একটা চিঠি আসে- কিসমতপুর হাই ইশকুলকে সরকারি করা হবে। যদি কিসমতপুর হাই ইশকুল সবার সেরা হয়। কারণ তালিকায় আরও দুটো ইশকুল আছে। শিক্ষা অফিসার এসে সবচেয়ে যােগ্য ইশকুল নির্বাচন করবেন।
চিঠি পেয়ে ইশকুল জুড়ে তােলপাড় শুরু হয়। নেতৃত্বে আছেন নবাব স্যার। তাে, নবাব স্যারের যা স্বভাব, তিনি পুরাে ইশকুল মাথায় তুললেন। ইশকুলে সাজগােজ শুরু হলাে। শুরু হলাে নাচ-গানের মহড়া। কিন্তু শুধু নাচ-গান থাকলেই তাে হবে না। শিক্ষা অফিসারকে এমন কিছু দেখাতে হবে যাতে তার পিলে চমকে যায়। চমকে দিতে নবাব স্যার একটা নাটক লিখে ফেললেন। বাছাই করা কয়েকজনকে নিয়ে শুরু করে দিলেন মহড়া। ঠিক সেই সময়ে একটি অপ্রত্যাশিত খবর! ইশকুলের ক্লাস নাইনের ছাত্রী আসমা, যে কিনা নবাব স্যারের নাটকের মূলচরিত্র তার বিয়ে হয়ে যাচ্ছে। এইটুকু একটা মেয়ের বিয়ে!
বাল্যবিবাহ ঠেকাতে স্যারেরা গিয়ে আসমার বাবা-মাকে বােঝানাের চেষ্টা করেন। কিন্তু মেয়ের বিয়ের ব্যাপারে তারা অনড়। লাবুরা ও ঠিক করল এ বিয়ে হতে দেবে না। যে করেই হােক সহপাঠীর বাল্যবিবাহ তারা ঠেকাবেই। কিন্তু লাবুরা কি পারবে?
Title | : | সিন্দুকের সন্ধানে |
Author | : | পলাশ মাহবুব |
Publisher | : | পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড |
ISBN | : | 9789846341645 |
Edition | : | 2nd Print, 2020 |
Number of Pages | : | 112 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
পলাশ মাহবুব লেখালেখি করছেন প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে। শুরুটা ছড়া দিয়ে। এরপর গল্প; ছোট-বড় সবার জন্য। উপন্যাস লেখার শুরু তার কিছু পর থেকে। ‘লজিক লাবু’, তার জনপ্রিয় কিশোর সিরিজ। টেলিভিশনের জন্য নাটক লিখছেন অনেক বছর ধরে। বর্তমানে দেশের জনপ্রিয় নাট্যকারদের মধ্যে তিনি একজন। রম্য লেখায় পলাশ মাহবুবের আছে নিজস্ব কথনভঙ্গি। সাবলীল ভাষা আর বক্তব্যের তীক্ষ্ণতা তাঁর লেখার সৌন্দর্য। অনুষ্ঠান নির্মাতা হিসেবেও পলাশ মাহবুব একটি অগ্রগণ্য নাম। টেলিভিশনের জন্য দুই হাজারেরও বেশি অনুষ্ঠান নির্মাণ করেছেন। লেখালেখির জন্য পেয়েছেন সম্মানজনক অগ্রণী ব্যাংক-বাংলাদেশ শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার, ইউনিসেফ মীনা অ্যাওয়ার্ড, এসিআই-আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কারসহ আরও কিছু সম্মাননা। নির্মাতা হিসেবে পেয়েছেন নাট্যসভা পদক। পলাশ মাহবুব পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। সাংবাদিকতা আর অনুষ্ঠান নির্মাণের ওপর উচ্চতর প্রশিক্ষণ নিয়েছেন চীনের কমিউনিকেশন ইউনিভার্সিটি এবং দক্ষিণ কোরিয়ার সিউলে। আছে খণ্ডকালীন শিক্ষক হিসেবে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর অভিজ্ঞতা। পলাশ মাহবুব বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা ডটনেট ও দৈনিক সারাবাংলা’র উপ সম্পাদক। পাশাপাশি সিসিমপুরের গণমাধ্যম পরামর্শক হিসেবেও কাজ করছেন তিনি।
If you found any incorrect information please report us