নাটক সমগ্র -২ (হার্ডকভার)
নাটক সমগ্র -২ (হার্ডকভার)
৳ ১০০০   ৳ ৯০০
১০% ছাড়
8 টি Stock এ আছে
Quantity  

১১৯৯ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

৫০% ছাড়ে অর্ডার করুন 'তথ্য সাময়িকী ৪৬তম বিসিএস বিশেষ সংখ্যা' ও 'বিসিএস প্রিলিমিনারি মডেল টেস্ট'

Home Delivery
Across The Country
Cash on Delivery
After Receive
Fast Delivery
Any Where
Happy Return
Quality Ensured
Call Center
We Are Here

স্বনামধন্য সাহিত্যিক বুদ্ধদেব বসুর পরিচয় দেওয়া বাহুল্যমাত্র। বাংলা সাহিত্যকে তিনি অনবরত সমৃদ্ধ করেছিলেন তাঁর বহুধারায় প্রবাহিত সৃষ্টিকর্ম দিয়ে। সাহিত্যের এমন কোনাে শাখা নেই যেখানে তিনি ফুল ফোটাননি। কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ, সমালােচনা, রম্যরচনা, ভ্রমণ-আলেখ্য, শিশুসাহিত্য, অনুবাদ এবং নাটক সমান স্বাচ্ছন্দ্যে রচনা করেছেন জীবনব্যাপী। বাংলা সাহিত্যে আধুনিকতা' নামক ধারণার সােচ্চার প্রতিষ্ঠাও তিনিই করেন। সমসাময়িক কবি-সাহিত্যিক-শিল্পীর এক সারস্বত সমাজ তৈরি করে আধুনিক বাংলা কবিতার প্রচার ও প্রসারের লক্ষে শুরু করেন শুধু কবিতার জন্যে পত্রিকা কবিতা", যার মুক্তমনস্ক, নিরপেক্ষ, আধুনিক দৃষ্টিভঙ্গি প্রজন্মের পর প্রজন্মের কবিদের আকৃষ্ট করেছে। সম্পাদক হিসাবে বুদ্ধদেব বসু অমর হয়ে থাকবেন রবীন্দ্র-পরবর্তী পর্বের আধুনিক' কবিদের প্রতিষ্ঠায় তাঁর অবদানের জন্যে। কবিদের কষ্টিপাথর বলে মান্য করা হতাে তাঁকে। এছাড়াও, শিক্ষাক্ষেত্রে সাহিত্যপাঠের নতুন ধারা এদেশে প্রবর্তিত করতে প্রতিষ্ঠা করেন 'তুলনামূলক সাহিত্য বিভাগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। বিশ্বসাহিত্যের সঙ্গে পরিচিত হওয়া যে সাহিত্যের ছাত্রদের জন্যে আবশ্যিক আজ এ বার্তা সর্বমান্য।

Title : নাটক সমগ্র -২
Author : বুদ্ধদেব বসু
Publisher : দে’জ পাবলিশিং
ISBN : 9788129517548
Edition : 2013
Number of Pages : 496
Country : India
Language : Bengali

বুদ্ধদেব বসু তিনি নভেম্বর ৩০, ১৯০৮ কুমিল্লায় জন্মগ্রহণ করেন। একজন খ্যাতনামা বাঙালি সাহিত্যিক। তিনি একাধারে কবি, প্রাবন্ধিক, নাট্যকার, গল্পকার, অনুবাদক, সম্পাদক ও সাহিত্য-সমালোচক ছিলেন। ১৯২১ সালে ১৩ বছর বয়সে তিনি ঢাকায় আসেন এবং প্রায় দশ বৎসর ঢাকায় শিক্ষালাভ করেন। বুদ্ধদেব বসু ১৯২৩ সালে ঢাকা কলেজিয়েট স্কুলে নবম শ্রেণীতে ভর্তি হন। ১৯২৫ সালে ঐ স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম বিভাগে পঞ্চম স্থান অধিকার করেন। ১৯২৭ সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ (বর্তমানে ঢাকা কলেজ) থেকে প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে আই. এ. পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে থেকে ইংরেজিতে ১৯৩০-এ প্রথম শ্রেণীতে বি. এ. অনার্স এবং ১৯৩১-এ প্রথম শ্রেণীতে এম.এ. ডিগ্রি লাভ করেন। তিনি ছিলেন মেধাবী এক ছাত্র। বি. এ. অনার্স পরীক্ষায় তিনি যে নম্বর লাভ করেন তা একটি রেকর্ড; এবং অদ্যাবধি (২০০৯) এ রেকর্ড অক্ষুণ্ণ আছে। তাঁর পিতা ভূদেব বসু পেশায় ঢাকা বারের উকিল ছিলেন। তাঁর মাতার নাম বিনয়কুমারী। বুদ্ধদেব বসুর মাতামহ চিন্তাহরণ সিংহ ছিলেন পুলিশ অফিসার। তাঁর পৈতৃক আদি নিবাস ছিল বিক্রমপুরের মালখানগর গ্রামে। জন্মের চব্বিশ ঘণ্টা পরেই তাঁর মাতা বিনয়কুমারীর ১৬ বছর বয়সে ধনুষ্টঙ্কার রোগে মৃত্যু ঘটে। এতে শোকাভিভূত হয়ে তাঁর পিতা সন্ন্যাসব্রত গ্রহণ করে গৃহত্যাগ করেন। মাতামহ চিন্তাহরণ ও মাতামহী স্বর্ণলতা সিংহ'র কাছে প্রতিপালিত হন বুদ্ধদেব। বুদ্ধদেবের শৈশব, কৈশোর ও যৌবনের প্রথমভাগ কেটেছে কুমিল্লা, নোয়াখালী আর ঢাকায়। অল্প বয়স থেকেই কবিতা রচনা করেছেন, ছেলে জুটিয়ে নাটকের দল তৈরি করেছেন। প্রগতি ও কল্লোল নামে দু'টি পত্রিকায় লেখার অভিজ্ঞতা সম্বল করে যে কয়েকজন তরুণ বাঙালি লেখক রবীন্দ্রনাথ ঠাকুরেরজীবদ্দশাতেই রবীন্দ্রনাথের প্রভাবের বাইরে সরে দাঁড়াবার দুঃসাহস করেছিলেন তিনি তাঁদের অন্যতম। ইংরেজি ভাষায় কবিতা, গল্প, প্রবন্ধাদি রচনা করে তিনি ইংল্যান্ড ও আমেরিকায়ও প্রশংসা অর্জন করেছিলেন। তিনি মার্চ ১৮, ১৯৭৪ সালে মৃত্যুবরণ করেন।


If you found any incorrect information please report us


Reviews and Ratings
How to write a good review


[1]
[2]
[3]
[4]
[5]