৳ ৪০০ ৳ ৩৬০
|
১০% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
তাঁর প্রথম কাব্যগ্রন্থ হে প্রেম হে নৈঃশব্দ্যর আলােচনা করতে গিয়ে সন্দীপন চট্টোপাধ্যায় লিখেছিলেন : "শক্তি চট্টোপাধ্যায়ের মতাে কবি আমাদের মধ্যে বেঁচে রয়েছেন, আমরা তাঁকে প্রায়ই দেখি বা তাঁর জীবদ্দশাতেই তাঁর কবিতা পড়তে পাই, তাঁর সঙ্গে কথা বলিএটা আমি আমাদের প্রজন্মের বড় সৌভাগ্য বলে মনে করি।" [নিষাদ : মার্চ ১৯৬৩] এই ছিল তাঁর সম্পর্কে তাঁর সমকালীন তরুণ সাহিত্যিকদের মনােভাব। প্রথম থেকেই পাঠককে আবিষ্ট করেছিলেন তিনি। কবিতা দিয়ে, জীবন দিয়ে। ভাষার অনায়াস অধিকারে, ভাবনার অভাবনীয় তীক্ষ্ণতায়। জীবনচর্যার এলােমেলাে নিয়মহীনতায়, মধ্যবিত্তের সাবধানী মূল্যবােধকে অনায়াস ফুকারে উড়িয়ে দেবার তাচ্ছিল্যে। কিন্তু যতই কেন্দ্রাতিগ হােক তাঁর কক্ষপথ, যতই রহস্যময় হােক তাঁর উচ্চারণ, পাঠকের বুঝে নিতে দেরি হয়নি তাঁর মৌল বক্তব্য : মানুষের জন্য ভালােবাসা। "এত ভালাে বাসেননি কেউ শক্তি যেমন বেসেছিলেন। ভালােবেসেছিলেন তিনি মানুষকে, মানুষের ঘর-গেরস্থালিকে, ভালােবেসেছিলেন তিনি সংসারছুট অরণ্য প্রান্তর সমুদ্র পাহাড়, প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে তিনি নিজেই হয়ে উঠেছিলেন প্রকৃতি। ...বিষাদমাখা সুন্দরের ডাক জনে-জনে বিলি করে গেছেন এই হরকরা, কবিতাবিমুখ মানুষকেও ফিরিয়ে এনেছেন কবিতার দিকে। [শঙ্খ ঘােষ] নিজের কবিতাকে তিনি পদ্য বলতেন। তাঁর সমস্ত কাব্যগ্রন্থ খণ্ডে খণ্ডে সংকলিত হচ্ছে এই পদ্যসমগ্রে। এই চতুর্থ খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে। ১৯৭৬ থেকে ১৯৮২-এর মধ্যে প্রকাশিত তাঁর এগারােটি কাব্যগ্রন্থের ২৬১টি কবিতা। এই খণ্ড থেকে যােগ করা হচ্ছে প্রতিটি গ্রন্থের বিশদ বিবরণসমন্বিত গ্রন্থপরিচয়, যা পাঠকের সঙ্গে কবির পরিচয়কে আরাে অন্তরঙ্গ করে তুলবে। তৃতীয় খণ্ডের মতাে, এই খণ্ডটিরও সম্পাদনা করেছেন সমীর সেনগুপ্ত।
Title | : | পদ্যসমগ্র -৪ |
Author | : | শক্তি চট্টোপাধ্যায় |
Publisher | : | আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড |
ISBN | : | 8172154739 |
Edition | : | 2015 |
Number of Pages | : | 247 |
Country | : | India |
Language | : | Bengali |
শক্তি চট্টোপাধ্যায় (জন্ম: নভেম্বর ২৫, ১৯৩৩ - মৃত্যু: মার্চ ২৩, ১৯৯৫) ব্রিটিশ ভারতের (বর্তমানে ভারত) পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার জয়নগরে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন ভারতীয় বাঙালি কবি, ঔপন্যাসিক, লেখক ও অনুবাদক, যিনি জীবনানন্দ-উত্তর যুগের বাংলা সাহিত্যের একজন প্রধান আধুনিক কবি হিসেবে বিবেচিত। বিংশ শতাব্দীর শেষ ভাগে তিনি বিশেষভাবে পরিচিত এবং আলোচিত ছিলেন। ষাটের দশকে যে চারজন কবিকে হাংরি আন্দোলনের জনক মনে করা হয় তাদের মধ্যে শক্তি চট্টোপাধ্যায় অন্যতম।তার উপন্যাস অবনী বাড়ি আছো? দাঁড়াবার জায়গা ইত্যাদি প্রকাশিত হয়। রূপচাঁদ পক্ষী ছদ্মনামে অনেক ফিচার লিখেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ 'হে প্রেম, হে নৈশব্দ' ১৯৬১ সালে প্রকাশিত হয় দেবকুমার বসুর চেষ্টায়।১৯৮২ সালে প্রকাশিত তার যেতে পারি কিন্তু কেন যাবো কাব্যগ্রন্থ ইংরেজি এবং মৈথিলী বাষায় অনুদিত হয়েছে। ১৯৮৩ সালে কাব্যগ্রন্থের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেন। ১৯৭৪ সালে তিনি পূর্ণেন্দু পত্রী পরিচালিত ছেঁড়া তমসুখ চলচ্চিত্রে অভিনয় করেন।তিনি মার্চ ২৩, ১৯৯৫ সালে মৃত্যুবরণ করেন।
If you found any incorrect information please report us