৭১-এর মুক্তিযুদ্ধঃ বাঙালির নবজাগরণ পাকিস্তান থেকে বাংলাদেশ (হার্ডকভার)
৭১-এর মুক্তিযুদ্ধঃ বাঙালির নবজাগরণ পাকিস্তান থেকে বাংলাদেশ (হার্ডকভার)
৳ ৪৫০   ৳ ৩৮৩
১৫% ছাড়
1 টি Stock এ আছে
Quantity  

৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়;  ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER

Home Delivery
Across The Country
Cash on Delivery
After Receive
Fast Delivery
Any Where
Happy Return
Quality Ensured
Call Center
We Are Here

ব্রিটিশ উপনিবেশ সময় থেকে উগ্র সাম্প্রদায়িকতা এই উপমহাদেশে চরম বিদ্বেষ সৃষ্টি করেছে। ভারত ভেঙ্গে পাকিস্তান হয়েছে, বাংলা ভাগ হয়ে পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। দাঙ্গায় উভয় সম্প্রদায়ের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, নারীরা লাঞ্ছনার শিকার হয়েছে। উভয় সম্প্রদায়ের দুই কোটিরও বেশী মানুষ উদ্বাস্তু হয়েছে। কিন্তু শান্তি আসেনি, সমস্যার সমাধানও হয়নি। মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ বাঙালি জীবন দিয়েছে, দুই লক্ষাধিক বাঙালি নারী সম্ভ্রম হারিয়েছে। পাকিস্তানী হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দালালরা পরাজিত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যক্রমে স্বাধীন বাংলাদেশে উদার অসাম্প্রদায়িক মুক্তচিন্তা চেতনার বিরুদ্ধে উগ্র ধর্মবাদ ও সাম্প্রদায়িক চিন্তা-চেতনা আচ্ছন্ন করে ফেলেছে।

কিন্তু উগ্র ধর্মবাদী সাম্প্রদায়িক গােষ্ঠী ষড়যন্ত্র করে দীর্ঘ মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতাকে হত্যা করে ক্ষমতা দখল করে নেয়। সংবিধান থেকে মুক্তিযুদ্ধের আদর্শগুলােকে বাদ দিয়ে উগ্র সাম্প্রদায়িক আদর্শ সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। স্বাধীনতা বিরােধী উগ্র ধর্মবাদী সাম্প্রদায়িক চিন্তা চেতনার রাজনীতিবিদরা ক্ষমতায় এসে সাম্প্রদায়িকতা প্রবলভাবে ফিরে নিয়ে আসে। পরিকল্পিতভাবে সেনাবাহিনীতে মুক্তিযােদ্ধাদের হত্যাকান্ড শুরু হয়। বীর উত্তম খেতাব প্রাপ্ত মুক্তিযােদ্ধা ব্রিগেডিয়ার খালেদ মােশারফ, কর্নেল হুদা ও হায়দারকে হত্যা করা হয়। প্রহসনের বিচার করে বীর মুক্তিযােদ্ধা সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহেরকেও হত্যা করা হয়। মিথ্যা অভিযােগ এনে প্রহসনের বিচারের মাধ্যমে সেনা ও বিমান বাহিনীর দুই সহস্রাধিক মুক্তিযােদ্ধাকে হত্যা করা হয়, আরাে কয়েক হাজার মুক্তিযােদ্ধাকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে এবং বরখাস্ত করে সেনা ও বিমান বাহিনীকে প্রায় মুক্তিযােদ্ধা শুন্য করা হয়। জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার উদ্দেশ্যে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানাে হয়।

লেখক এ বইতে সাম্প্রদায়িক বিভেদ-বিদ্বেষ ও সন্ত্রাস সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপট পাঠকদের নিকট তুলে ধরার প্রয়াস চালিয়েছেন। পাঠকদের মধ্যে যদি মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শ সৃষ্টি হয়, তখনি লেখকের পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করা হবে।

Title : ৭১-এর মুক্তিযুদ্ধঃ বাঙালির নবজাগরণ পাকিস্তান থেকে বাংলাদেশ
Author : কাজী জয়নুল আবেদীন বীরপ্রতীক
Publisher : মাওলা ব্রাদার্স
ISBN : 9789849333081
Edition : 2018
Number of Pages : 303
Country : Bangladesh
Language : Bengali

কাজী জয়নুল আবেদীন বীরপ্রতীক নোয়াখালী জেলার সেনবাগ থানার অন্তর্গত দেবীসিংপুর গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি বনানী ডিওএইচএসের ৩২/২ জারাসা-এর স্থায়ী বাসিন্দা। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য তিনি বীরপ্রতীক খেতাবে ভ‚ষিত হন। ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম বিসিএস পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরিতে যোগদান করেন। চাকরিকালীন তিনি আইএমএস অফিসারদের জন্য নির্ধারিত ব্যবস্থাপনা বিষয়ে বিএমডিসিতে (বিআইএম) এক বছর এবং একই বিষয়ে পূর্ব জার্মানিতে ‘একাডেমি ফর সোশ্যালিস্ট ম্যানেজমেন্ট’ থেকে ছয় মাসের প্রশিক্ষণ গ্রহণ করেন। ১৯৭৩ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত তিনি আইএমএস অফিসার হিসেবে বিভিন্ন সেক্টর করপোরেশন ও শিল্পপ্রতিষ্ঠানে চাকরি করেন। ১৯৮২ সালে সরকার আইএমএস ক্যাডার বিলুপ্ত করে ক্যাডার অফিসারদের বিভিন্ন চাকরিতে আত্তীকরণের সিদ্ধান্ত নেয়। তখন তিনি পুলিশ বিভাগে যোগদান করেন। ১৯৮৩ সালে তিনি সারদা পুলিশ একাডেমিতে সহকারী পুলিশ সুপারদের জন্য নির্ধারিত এক বছর আইন ও অন্যান্য বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। পুলিশ বিভাগে চাকরি করাকালীন তিনি মালয়েশিয়াতে সিনিয়র কমান্ড কোর্স ও দেশে পুলিশ স্টাফ কলেজের উচ্চতর ব্যবস্থাপনা ও মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০০৬ সালের জানুয়ারিতে তিনি ডিআইজি হিসেবে অবসর গ্রহণ করেন। লেখক মুক্তিসংগ্রাম প্রত্যক্ষ করেছেন এবং বিভিন্ন পর্যায়ে তার সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন।‘মুক্তিযুদ্ধের কথা’ শিরোনামে তিনি একটি নিবন্ধ রচনা করেছেন। যা মোহাম্মদ সাদাত আলী সম্পাদিত ‘মুক্তিযুদ্ধ ৭১-বাঙালির নতুন ইতিহাস’ বইয়ে সংকলিত হয়েছে। এ ছাড়া বিভিন্ন সময়ে মুক্তিযুদ্ধ এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে তার অনেক নিবন্ধ বিভিন্ন সাময়িক ও দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়েছে।


If you found any incorrect information please report us


Reviews and Ratings
How to write a good review


[1]
[2]
[3]
[4]
[5]