৳ ৭০০ ৳ ৫৯৫
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
বিসমিল্লাহির রাহমানির রাহীম
প্রথম সংস্করণে প্রকাশকের কথাঃ
ইন্টারন্যাশন্যাল হিস্টোরিক্যাল নেটওয়ার্ক (আই.এইচ.এন) একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান।
এর মূল লক্ষ্য বাংলা ও বাঙালির পরিচিতি তুলে ধরা। আদি কাল থেকে বর্তমান পর্যন্ত এ
দেশবাসীর রক্তের ধারা, প্রবহমান কৃষ্টি ও সংস্কৃতি, শিক্ষা-সভ্যতা, কৃষি, শিল্প, দেশের জলবায়ু
ও বিরাজমান প্রকৃতি সম্পর্কে ধারাবাহিক পরিচিতি তুলে ধরা। একটি জাতির অতীত ইতিহাস
তার ভবিষৎ জীবন গড়ার কর্মপন্থার ভিত্তি । জাতিসত্ত্বা নিরূপণে এবং সঠিক কর্মপন্থা নির্ধারণে
অভীতকে জানা বড় প্রয়ােজন। কারণ, আমরা বড় হতে চাই। কবিগুরু আশার বাণী শুনিয়ে
বলেছেন "আমরা বাঙ্গালীরাও একদিন অভাবনীয় উন্নতির উচ্চ শিখরে আরােহণ করব"। কিন্তু
কখন? যখন ইচ্ছাশক্তি প্রসারিত হয়ে সবাইকে এক করবে, সবার হৃদয় সবার সামনে উন্মুক্ত
করে দিবে, একে অন্যকে সহজে বুঝতে পারবে। জানার মধ্যেই রয়েছে জাগরণ। যখন
আমরা পরস্পরকে চিনব-জানব, যখন বিভাজনের মধ্যে ঐক্য হবে, বিচ্ছেদের মধ্যে মিলন
হবে, যখন কারাে দয়া বা অনুগ্রহ দ্বারা নিজেকে ছােট করবাে না, যখন আমাদের গৌরবের
জায়গাটা খুঁজে বের করতে পারব, যখন বর্তমানের বাধা-বিঘ্ন পেরিয়ে বাইরে এসে একটা
বিস্তৃত অনন্ত আশার আলাে দেখতে পাব, যখন অনুভব করব যে, অনুকরণে গীরব নেই, যখন
আবিষ্কার করব যে, আমাদের নিজেদের মধ্যে এমন এক বিশেষ শক্তি আছে যা অন্য কোন
জাতির নেই, তখন একদিন ঠিকই জেগে উঠব।
এই পরিচিতি তুলে ধরার কাজটি যেমন ব্যাপক, তেমনি দুরূহ। প্রতিষ্ঠানের সুযােগ্য উপদেষ্টা
জনাব সিরাজুল আলম খানের প্রেরণায় আমরা এই দুরূহ কাজটিকেই সহজ করে তােলার
প্রচেষ্টায় নিয়ােজিত। সামর্থ যতই সীমিত হাক, আত্মবিশ্বাসী ও কর্মযােগী কিছু পণ্ডিত
ব্যক্তিকে নিয়ে এর বিভিন্ন অঙ্গনে গবেষণাধমী কাজ চালিয়ে যাচ্ছি। ইতােমধ্যে কিছু সফলতা
দৃশ্যমান হয়ে উঠেছে। স্বল্প সময়ে আমরা বেশ ক'টি পুস্তক-পুস্তিকাও প্রকাশ করেছি। তন্মধ্যে
একুশ শতকে বাঙালি', 'বাংলাদেশে গণতন্ত্র', 'নিউক্লিয়াস', উপ-আঞ্চলিক অর্থনৈতিক
জোট', "দ্বিতীয় ধারার রাজনীতি' প্রভৃতি উল্লেখযােগ্য।
আমাদের সঠিক ইতিহাস জানতে হবে। ইতােমধ্যে কেউ কেউ আদি বাংলার ইতিহাস রচনা
করেছেন। কিন্তু এগুলাে আমাদের সান্তনা দিতে পারেনি। কারণ, এতে অনেক সময়ের ফাক,
ঘটনার অসামঞজস্যতা,
ঐতিহাসিক প্রেক্ষাপটের বর্ণনা কোন কোন ক্ষেত্রে ইতিহাস ভিত্তিক
নয়। এ বিষয়ে প্রচুর গবেষণার প্রয়ােজন। তথ্য-উপাত্ত নেই এ কথা যথেষ্ট নয়। আমাদের
ইতিহাস জানতে গেলে মাটিতে প্রবহমান অবস্থা থেকেই জানতে হবে, একথা দ্বীকার করেই
জনাব মােঃ শহীদুর রহমান অক্লান্ত পরিশ্রম করে দীর্ঘ গবেষণার পর আদি বাংলার একটি
ঐতিহাসিক কাঠামাে গড়ে তুলতে সমর্থ হয়েছেন বলে আমাদের বিশ্বাস।
দ্বিতীয় সংস্করণ সম্পর্কে কয়েকটি কথাঃ
মহান আল্লাহ তায়ালার জন্যই সমস্ত প্রশংসা এবং দরূদ ও সালাম তাঁর নবী ও রাসূল
মানবতার মুক্তির দূত রাসূল (স)-এর প্রতি।
ইতিহাস পাঠ মানুষের জন্মগত চাহিদা। সকলেই নিজের দেশ, সমাজ, পরিবার, ধর্ম,
পৃথিবী এবং পৃথিবীর মানুষ সম্পর্কে পড়তে ও জানতে চায়। কলেজ,
ইতিহাসের ছাত্র না হয়েও একজন মানুষ ইতিহাস পড়তে পারে এবং ইতিহাস থেকে
প্রয়ােজনীয় তথ্য সংগ্রহ করতে পারে। এমনকি চেষ্টা চালিয়ে গেলে সম্ভবতঃ ইতিহাস
বিশেষজ্ঞও হতে পারে। তা নির্ভর করে আন্তরিক প্রচেষ্টা ও শ্রমের উপর। এ বিষয়ে
একটি উদাহরণ আমার লেখা 'আদি বাংলার ইতিহাস।' আমি ইতিহাসের ছাত্র ছিলাম
না। কিন্তু ইতিহাস মনেপ্রাণে ভালােবাসতাম, এখনও বাসি। ইতিহাসের বিশেষজ্ঞ না
হয়েও ইতিহাস লিখতে আরম্ভ করলাম। আদি বাংলার উপর একটি কাঠামােও দাঁড়
করে ফেললাম। ভয় ছিল আমার মত অপরিচিত লােকের লেখা, তাও আবার আদি
বাংলার উপর, লােকে কিভাবে গ্রহণ করবে? বইটির পরিবেশক জ্ঞানকোষ প্রকাশনী
জানালাে যে, গত এক বৎসরের ভেতর বইয়ের ১ম সংস্করণ নিঃশেষ হয়ে গেছে।
ইতিহাসের লেখক হিসেবে ইতােপূর্বে আমার পরিচিতি না থাকা সত্ত্বেও "আদি বাংলার
ইতিহাস বাংলা ভাষাভাষী ও দেশবাসীর কাছে সমাদর লাভ করেছে জেনে আমি
অভিভূত হয়েছি। জানতে চাইলাম কি পর্যায়ের পাঠক এ বই নিয়েছে? উত্তর পেলাম,
ছাত্র থেকে শিক্ষকরাই বেশী নিয়েছে। বইটির বেশীরভাগই পশ্চিম বাংলার পাঠকরা গ্রহণ করেছে।
ইচ্ছা ছিল, গত দু'তিন বৎসর যেসব তথ্য-উপাত্ত হাতে এসেছে তা অন্তর্ভূক্ত করে ২য়
সংস্করণ প্রকাশ করব। বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব হলাে না। কারণ, দীর্ঘদিন
যাবত আমি বাংলার মধ্য ও আধুনিক যুগের ইতিহাস নিয়ে ব্যস্ত আছি। বলতে গেলে,
এ দু যুগের লেখা এবং শারীরিক ছন্দ পতনের মাঝে একটি তীব্র প্রতিযােগীতা চলছে।
আমি এখনও নিশ্চিত নই কোনটা আগে শেষ হবে। সেজন্যই আদি বাংলার ইতিহাস
আদিমই রয়ে গেল। যত শীঘ্র সম্ভব মধ্যযুগ ও আধুনিক যুগের বাংলার ইতিহাস
প্রকাশ করতে আশা রাখি।
এ-বইটির প্রথম প্রকাশক ইন্টারন্যাশনাল হিস্টোরিক্যাল নেটওয়ার্ক এবং জ্ঞানকোষ
পরিবেশক ছিল। বর্তমান দ্বিতীয় সংস্কেরণ বের করার জন্য 'ইন্টারন্যাশনাল
হিস্টোরিক্যাল নেটওয়ার্ক-এর আগ্রহ না থাকায় এ সংস্করণ প্রকাশের সমস্ত দায়িত্ব
জ্ঞানকোষকেই দেয়া হলাে।
Title | : | আদি বাংলার ইতিহাস (১ম ও ২য় খণ্ড একত্রে) |
Author | : | মোঃ শহীদুর রহমান |
Publisher | : | জ্ঞানকোষ প্রকাশনী |
ISBN | : | 9789848933947 |
Edition | : | 2015 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
If you found any incorrect information please report us