
৳ ৩০০ ৳ ২৫৫
|
১৫% ছাড় |
Quantity |
|
৬৯৯ টাকার বেশি বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি





মানুষ বলে চোখে না দেখা পর্যন্ত কিছু বিশ্বাস | করবে না। এখন প্রশ্ন হচ্ছে নিজের চোখকেও। বা কতখানি বিশ্বাস করা যায়? নিজেকে নিজে। প্রশ্ন করুন তাে। বিশ্বাস জিনিসটাই তাে নিজের চোখে দেখার। পরও মাঝে মাঝে ভেঙে যায়। তখন?। অন্তিক মাহমুদ-এর তৃতীয় বই, আবার বই এ মূল চরিত্রও তিনটি। এই কারণেই নতুন এই । বই এর নাম রাখা হয়েছে ‘তিন।
বইটির সম্পর্কে কিছু কথা:
শুরুতেই বলে নিতে চাই, আমার আগের বছরে বইমেলার জন্য লেখা বই ‘চ’ এত ভালােভাবে গ্রহণ করার জন্য আপনাদের ধন্যবাদ। আমি নিজেই বুঝিনি বইটার চাহিদা এত বেশি থাকবে। আমি কেন, আমার প্রকাশকও বুঝতে পারেননি। বইমেলায় বহুবারই আমার সামনে বই শেষ হয়ে গিয়েছিল। আমার মতাে তুচ্ছ একটা মানুষের জন্য ব্যাপারটা কত বড় সেটা আপনাদের বােঝাতে পারব না।
বইয়ে কি তার মানে কোনাে খুঁত ছিল না? উঁহু, ছিল।
আপনারা প্রথম বইয়ে কিছু ফিডব্যাক দিয়েছিলেন। আমি এগুলাে দেখেছি এবং সত্যি বলতে যুক্তিসংগতই লেগেছে। আপনারা বলেছিলেন বাটারফ্লাই ইফেক্ট-এর জন্য যে অপশনগুলাে দিয়েছিলাম, তার অনেকগুলােই খুব একটা গুরুত্ব বহন করেনি। ভুল বলেননি। গতবার তা করেছিলাম যাতে গল্প থেকে আপনারা বারবার ছুটে না যান। কিন্তু এবার আপনাদের কথা মাথায় রেখে অপশনগুলােতে সামান্য পরিবর্তন এনেছি। এবার আপনি যে সিদ্ধান্ত নেবেন, তা ভুলও হতে পারে, ঠিকও হতে পারে। ঠিক হলে তাে হলােই। কিন্তু ভুল হলে আপনার গল্প সেখানেই শেষ হয়ে যাবে।
আরেকটা ফিডব্যাক ছিল- মূল দুই চরিত্র বাদে বাকিদের সম্পর্কে খুব একটা জানা যায়নি। এবারাে আপনারা ঠিক। এতগুলাে চরিত্রকে স্পটলাইট দেয়া আমার জন্য বেশ কঠিন ছিল। কিন্তু এবার ব্যাপারটা মাথায় আছে। আশা করি এবারের বইয়ের চরিত্রগুলাে নিয়ে আপনাদের একই জিনিস মনে হবে না।
তাে তার মানে কি এই বই একদম নিখুঁত? না। কিন্তু তারপরেও আশা করি এই গল্প আপনাদের ভালাে লাগবে। আর মনে রাখবেন, সব গল্পই ইউটিউবে বলা যায় না।
বইটি পড়ার নিয়ম
গল্পে অনেকগুলাে অধ্যায় আছে। কিছু কিছু অধ্যায় স্বাভাবিকভাবেই শেষ হয়েছে, কিন্তু কিছু কিছু অধ্যায়ের শেষে আপনাকে কয়েকটি অপশন দেওয়া হবে। সেই অপশন আপনাকে সাহায্য করবে গল্পটি এগিয়ে নেওয়ার জন্য। আপনার ডিসিশন গল্পে প্রভাব ফেলবে। বলতে গেলে আপনার সিদ্ধান্তই গল্পের বিভিন্ন এন্ডিং আনতে সক্ষম যেসব অধ্যায়ে অপশন আছে, সেই সব অধ্যায়ের অপশনগুলাের পাশে পরবর্তীতে সেই অপশন সিলেক্ট করার জন্য কোন অধ্যায়ে যেতে হবে সেটা উল্লেখ করা আছে। উদাহরণস্বরূপ- যদি আপনি কোনাে অধ্যায়ের শেষে অপশন ‘১, ২’, ‘৩' এর মধ্যে অপশন ১ নেন এবং তার পাশে যদি বলা থাকে অধ্যায় ৪-এ যান, গল্পকে সামনে বাড়িয়ে নেওয়ার জন্য আপনি গল্পের অধ্যায় ২, ৩ বাদ দিয়ে সরাসরি ৪-এ যাবেন। আর যেসব অধ্যায় এর শেষে কোননা প্রকার অপশন নেই সেই সব অধ্যায় শেষ করার পরে আপনি স্বাভাবিক যেভাবে বই পড়েন সেভাবেই পরবর্তী অধ্যায় পড়বেন।
আশা করি নিয়মটা খুব একটা কঠিন না। আর কঠিন হলে আমি দুঃখিত।
Title | : | তিন |
Author | : | অন্তিক মাহমুদ |
Publisher | : | অধ্যায়ন প্রকাশনী |
ISBN | : | 9789848072813 |
Edition | : | 2021 |
Number of Pages | : | 160 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
মাহাথির মাহমুদ অন্তিক, যাকে সবাই অন্তিক মাহমুদ নামে চিনে, তার পরিচয় তিনি একজন কার্টুনিস্ট, টু-ডি এনিমেটর এবং ইউটিউবার । নিজের জীবনে ঘটে যাওয়া গল্প মজার ছলে বলে মানুষকে সামান্য বিনোদন দেয়াই তার উদ্দেশ্য। তিনি কার্টুন পিপল, প্রথম আলো এবং টেন মিনিট স্কুলের সাথে কাজ করে বর্তমানে নিজের এনিমেশন স্টুডিওতে কাজ করছেন।
If you found any incorrect information please report us
People Also Viewed
নতুন নতুন অফার সম্পর্কে সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন
নতুন নতুন অফার সম্পর্কে সবার আগে জানতে সাবস্ক্রাইব করুন



