৳ ২০০ ৳ ১৭৬
|
১২% ছাড়
|
Quantity |
|
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
প্রায় ত্রিশ বছর আগে লেখা হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ : কিশোর ইতিহাস গ্রন্থখানি। অনেককটা বৈঠকি গল্পের আদলে দেশের শিশু-কিশোরদের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরাই ছিল এ বইটির মূল উদ্দেশ্য। মুক্তিযুদ্ধের প্রচলিত ইতিহাসের বাইরে এর ব্যতিক্রম দিকটি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটকে সামনে রেখে পুরো বাংলা ও বাঙালির ইতিহাসটাই কিশোরদের সামনে নিয়ে আসা। খুব দ্রুতই দেশের লেখক-বুদ্ধিজীবীরা গ্রন্থটির বিশিষ্টতাকে ধরতে পেরেছিলেন এবং ‘স্বাধীনতার ইতিহাস জাতীয় কমিটি’ সারা দেশে কিশোরদের মধ্যে প্রতিযোগিতার জন্য বইটি নির্বাচন করেন। ১৯৯৫ সালে বইটির ৫০ হাজার কপি ছাপিয়ে সারা দেশে কিশোরদের মধ্যে প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছিল। বেশ কয়েকবার এ প্রতিযোগিতাটি হয়। বাংলাদেশে উদীচী শিল্পীগোষ্ঠী এর সমন্বয় করে। বইটির অনেকগুলো মুদ্রণ হয়েছে। এখনো নতুন প্রজন্মের শিশু-কিশোরদের কাছে এর চাহিদা ও গুরুত্ব আগের মতোই রয়েছে। বাংলার ইতিহাসের পাশাপাশি মুক্তিযুদ্ধের প্রায় প্রতিটি ছোট-বড় ঘটনা এ গ্রন্থে নিয়ে আসা হয়েছে। বাংলা ও বাঙালির প্রাচীন ইতিহাস, রাক্ষস-খোক্কসের গল্পের ঐতিহাসিকতা, মধ্যযুগের বাংলাদেশ, ব্রিটিশবিরোধী সংগ্রাম, পাকিস্তানি শাসন-শোষণের জাতাকল, ভাষা আন্দোলন, ছয় দফা, আগরতলা ষড়যন্ত্র মামলা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, সত্তরের নির্বাচন, অসহযোগ আন্দোলন, স্বাধীনতার ঘোষণা এবং সবশেষে মুক্তির জন্য যুদ্ধ-এ যুদ্ধে কারা কারা পক্ষে ছিল, কারা ছিল বিপক্ষে-পুরো চিত্রই লেখক তুলে এনেছেন।
Title | : | বাংলাদেশের মুক্তিযুদ্ধ: কিশোর ইতিহাস |
Author | : | ড. মোহাম্মদ হাননান |
Publisher | : | আগামী প্রকাশনী |
ISBN | : | 9789840425778 |
Edition | : | 2020 |
Number of Pages | : | 65 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
ড. মােহাম্মদ হাননান সহস্রাব্দ ও শতাব্দীর ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সাহিত্য, বিজ্ঞান, ইত্যাদির ওপর যে। সংগ্রহ-সংকলনটি করেছেন তা অনুসন্ধিৎসু যে-কোনাে পাঠকের কাছেই বিশ্বকোষের স্বাদ এনে দেবে। শতাব্দীর বাংলাদেশ, শতাব্দীর বিশ্ব, সহস্রাব্দের বাংলাদেশ, সহস্রাব্দের বিশ— গ্রন্থ চারটিকে নানাভাবেই সাজানাে যায়। এখানে পাঠক বাংলাদেশকে পাবেন দু’ভাবে-শতাব্দী ও সহস্রাব্দের মতাে করে, আবার বিশ্বকেও পাবেন শতাব্দীর পাশাপাশি সহস্রাব্দের পটভূমিতে। শতবছর অথবা হাজার। বছরের পরিক্রমায় বাংলাসমাজ ও বিশ্বসমাজ এভাবেই গ্রন্থ চারটিতে মূল্যায়িত হয়েছে। লেখক-গবেষক হিসেবে ড. মোহাম্মদ হাননান মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ে অগ্রসেনানী। তিনিই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখেছিলেন, যা ১৯৯১ সালে প্রকাশিত হয়েছিল। সেই থেকে শুরু, এখন পর্যন্ত তিনি নিরলসভাবে তাঁর অভিযাত্রা অব্যাহত রেখেছেন। বঙ্গবন্ধুর ওপরও রয়েছে তাঁর অনেক গবেষণা। ২০২০ সালের বইমেলায় বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে প্রকাশিত হয়েছে তাঁর বৃহৎ গ্রন্থ শতাব্দীর বঙ্গবন্ধু । বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ, তত্ত্ব ও বাস্তবে ইতিহাসের একটি পরিপূরক ঘটনা। ড. হাননানের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক গ্রন্থগুলো পড়লে এ সত্যতার প্রমাণ মেলে। তিনি বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। প্রকাশিত গ্রন্থ সংখ্যা ১২১ (২০২১ সাল পর্যন্ত)। পুরস্কার হিসেবে অর্জন করেছেন সিভিল সার্ভিসের রেক্টর মেডেল, সিকান্দার আবু জাফর জন্মশতবর্ষ স্বর্ণপদক (সংস্কৃতি মন্ত্রণালয়, ২০১৯) এবং অন্যান্য। জন্ম: ঢাকার বিক্রমপুরের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং গ্রামে।
If you found any incorrect information please report us