৳ ৩৪৫০ ৳ ২৫৮৮
|
২৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
প্যাকেজ বিবরণ
SL | Product | Name | Category | MRP | Discount | Sale Price | |
---|---|---|---|---|---|---|---|
1 | বাংলা বানান প্রয়োগ ও অপপ্রয়োগ | বাংলা ব্যাকরণ ও ভাষা শিক্ষা | 850 Tk | 25 % | 638 Tk | ||
2 | বাংলা ভাষার মজা | ভাষা ও অভিধান | 650 Tk | 25 % | 488 Tk | ||
3 | ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র | বাংলা ব্যাকরণ ও ভাষা শিক্ষা | 1000 Tk | 25 % | 750 Tk | ||
4 | নিমোনিক: প্রমিত বাংলা বানান অভিধান | বইমেলা ২০২৩ | 1100 Tk | 25 % | 825 Tk | ||
আলাদাভাবে সর্বমোট মূল্য | 3600 Tk | 25 % | 2701 Tk | ||||
(-) বান্ডল ডিসকাউন্ট | 113 Tk | ||||||
অফার মূল্য | 25% | 2588 Tk |
বাংলা বানান প্রয়োগ ও অপপ্রয়োগ:
বাংলা ভাষায় প্রচুর সমার্থক বা সমােচ্চারিত শব্দ রয়েছে। সমার্থকতা বা সমােচ্চারণের কারণে প্রয়ােগে অনেক সময় ভুল হয়ে যায়। এমনসব শব্দের অর্থসহ পরিচয়, বানান ও প্রয়ােগ এই গ্রন্থের প্রধান আলােচ্য বিষয়। দ্বিতীয়ত, বাংলায় এমন কিছু শব্দ বা শব্দরাশি রয়েছে যাদের একসাথে বসালে যে অর্থ হয়, ফাক রেখে বসালে হয়ে যেতে পারে অন্য অর্থ। যেমন : 'আমি পাব না আর 'আমি পাবনা। এখানে পাব না অর্থ না পাওয়ার আশঙ্কা, আর পাবনা একটি জেলা।
সমার্থক ও সমােচ্চারিত শব্দের অর্থ, প্রায়ােগিক আচরণ, অর্থানুসারে বাক্যে অপপ্রয়ােগ ও প্রমিত প্রয়ােগ এবং বাক্যে শব্দরাশির ফাঁক-অফাঁকজনিত ক্রুটি নির্দেশ করে ভাষার প্রয়ােগকে অর্থবহুল, বিশুদ্ধ, আদর্শ ও শ্রুতিমধুর করে তােলার কলাকৌশলই বাংলা বানান : প্রয়ােগ ও অপপ্রয়ােগ গ্রন্থটিতে উদাহরণসহ বর্ণিত হয়েছে।
ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র:
ব্যাবহারিক প্রমিত বাংলা বানান সমগ্র বইটি সামগ্রিক বিবেচনায় আমার কাছে অত্যন্ত সমৃদ্ধ, কার্যকর এবং বাংলাজ্ঞানে বিশুদ্ধতা অর্জনে অত্যন্ত কার্যকর বই মনে হয়েছে। আমি বিশ্বাস করি, বইটি সাধারণ শিক্ষিত থেকে শুরু করে উচ্চশিক্ষিত, শিশুশিক্ষার্থী থেকে শুরু করে গবেষক অধিকন্তু, বাংলা শেখায় আগ্রহী বিদেশি— সবার ক্ষেত্রে বিশুদ্ধ বাংলাচর্চায় স্বয়ংসম্পূর্ণ গ্রন্থ হিসেবে কার্যকর ভূমিকা পালন করতে সক্ষম হবে। এই গ্রন্থের ‘সমগ্র' অর্থ এই নয় যে সব বাংলা বানান ও বানান-কৌশল এখানে রয়েছে- তবে প্রাত্যহিক বিবিধ কাজে যেসব বানান আপনার-আমার এবং সর্বশ্রেণির মানুষের প্রয়োজন হয়, কিংবা হতে পারে— সেরকম প্রায় সব বানান ও বানান-কৌশল পাওয়া যাবে। সহজে বাংলা শেখার জন্য ব্যাকরণের কঠিন সূত্রের বাইরে গিয়ে ড. মোহাম্মদ আমীন এখানে যে অভিনব কৌশলে ব্যাকরণিক জটিল বিধিসমূহ সহজভাবে উপস্থাপন করেছেন, তা একই সঙ্গে যেমন সহজবোধ্য, পাশাপাশি কার্যকর বটে। এসব কৌশল একবার পড়লে যে কেউ মুখস্থ ছাড়াই বাংলার যেকানো জটিল শব্দ এবং কঠিন বিধি চিরজীবনের জন্য নির্ভুলভাবে স্মরণের আয়ত্তে নিয়ে আসতে সক্ষম হবেন- এটি আমি নিশ্চিত করেই বলতে পারি। বাংলার প্রায়োগিক দিক এবং প্রমিত বাংলাচর্চা নিয়ে সহজবোধ্য এবং সম্পূর্ণ ব্যতিক্রমী অভিনব কৌশলে রচিত এত সমৃদ্ধ, স্বয়ংসম্পূর্ণ গ্রন্থ ইতঃপূর্বে আমার চোখে পড়েনি। -অধ্যাপক হায়াৎ মামুদ
নিমোনিক: প্রমিত বাংলা বানান অভিধান:
নিমোনিক শব্দের অর্থ স্মৃতিজাগানিয়া। ব্যাকরণের কঠিন সূত্রসমূহ মুখস্থ না করেও কীভাবে শুদ্ধ বানান লেখা যাবে এবং কোনো শব্দের বানান ভুলে গেলে তা কীভাবে তাৎক্ষণিক স্মরণে এনে শুদ্ধভাবে লেখা যাবে- এটাই এই গ্রন্থে বর্ণনা করা হয়েছে।
বাংলা ভাষার মজা:
বুদ্ধি করে মাথা খাটিয়ে সাজাতে জানলে একটি সাধারণ শব্দও বাক্যের আগে পরে বসে- সেই বাক্যকে পারমাণবিক বােমার চেয়ে অনেক বেশি শক্তিশালী করে তুলতে পারে। আবার এর উলটোটি হলেও অবাক হওয়ার কিছু থাকবে না। শুধু তাই নয়, বাংলার প্রতিটি শব্দ এক একটা ইতিহাস- মহাভারত, রামায়ণ এবং পরবর্তীকালে প্রাত্যহিক জীবনের গুরুত্বপূর্ণ প্রতিটি ঘটনাকে ঘিরে গড়ে উঠেছে এক একটি শব্দ। আমাদের প্রাণের শব্দ। কলকল করে জলে ভরে বলে কলস, লেডি ক্যানিং-এর প্রিয় ছিলেন বলে পানতুয়া আকৃতির মিষ্টির নাম এখন ল্যাডিকোনি। দাউদ খান থেকে দাদখানি। এমন হাজার হাজার উদাহরণ বাংলা ভাষার মজা বইতে পাওয়া যাবে। শব্দের এই জাদুই বাংলা ভাষার মজা এবং চিরায়ত সৌন্দর্য। এই মজা আর চিরায়ত সৌন্দর্যের বিষয়টি কত মনােরম, মধুর, সরস এবং শৈল্পিক তা-ই বাংলা ভাষার মজা বই-এর পাতায় পাতায় ফুটিয়ে তােলা হয়েছে।
Title | : | ভাষার মাসে ভাষাকে জানি (৪টি বইয়ের সেট) |
Author | : | ড. মোহাম্মদ আমীন |
Publisher | : | পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
ড. মোহাম্মদ আমীন জন্ম ১৯৬৩ সালের ৩১ ডিসেম্বর চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার চন্দনাইশ গ্রামে। পিতা নুরুল ইসলাম। মাতা সকিনা বেগম। দক্ষিণ গাছবাড়ীয়া প্রাথমিক বিদ্যালয়ে তার আনুষ্ঠানিক অধ্যয়নের সূচনা। এরপর গাছবাড়ীয়া নিত্যানন্দ গৌরচন্দ্র বহুমুখী উচ্চ বিদ্যালয় ও গাছবাড়ীয়া সরকারি কলেজ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান বিভাগে বিএসসি (অনার্স) ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবন শুরু করেন সরকারের চাকুরে হিসেবে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাডওয়ার্ড ইউনিভার্সিটি থেকে ২০০৮ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি শুদ্ধ বানান চর্চা (শুবাচ)-এর প্রতিষ্ঠাতা। সাহিত্যের সকল মাধ্যমে রয়েছে তার অনায়াস বিচরণ। দুই হাতে দশ হাতের লেখায় সিদ্ধহস্ত। প্রকাশিত গ্রন্থ ১৪০। লেখালেখির স্বীকৃতিস্বরূপ একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। লেখালেখি ছাড়াও তিনি দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলা ব্যাকরণ ও বানান বিষয়ে শিক্ষাদান করে থাকেন। বর্তমানে কানাডার ইউনিভার্সিটি অব অটোয়ার ভিজিটিং প্রফেসর হিসেবে যুক্ত আছেন।
If you found any incorrect information please report us