৳ ৪৮০ ৳ ৪০৮
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
জীবনসায়াহ্নে নানা বিরূপ ঘটনার টানে সৃষ্ট এন্তার অলসপ্রহরের স্মৃতি রোমন্থনে (বিশেষত অনিদ্রায়) অতীত ঘটনার ঘাত-প্রতিঘাত মস্তিষ্কের মননকোষে এমন উদ্দীপনা জাগায় যে, সেই টানে অনেক ব্যক্তিক ঘটনার তাৎপর্যপূর্ণ বিশ্লেষী প্রকাশ ঘটাতে প্রবল ইচ্ছা জাগে, তখনি জার্নাল লেখার ইচ্ছা তৈরি হয়। লিখতে থাকি একটু ভিন্ন চরিত্রে, সংক্ষিপ্ত আয়তনে ভিন্নতর নামে (বিচ্ছিন্ন ভাবনা)। কিছুটা তির্যক ও সরস, সহজ ভাষায় লিখে ভালোই লাগে। মনে হয়, বহু লেখার মধ্যে এদিকটা বুঝি অপূর্ণ ছিল। তাই অপূর্ণতা পূরণে চেতনায় প্ররোচনার উন্মেষ। এ লেখায় জীবনের ঘটনা, জাগতিক ঘটনা, পড়ার অভিজ্ঞতার মতো বহু ঘটনা লেখার প্রেরণা। কখনো তাৎক্ষণিক ঘটনার প্রতিক্রিয়াও স্থান পেয়েছে। আমার ধারণা, এ রচনার স্বপ্নায়তন, এর বৈচিত্র্য ও বৈশিষ্ট্য কখনো চমক লাগা ঘটনার ঈষৎ ঝলসানি পাঠককে আকর্ষণ করবে। তবে ভালো লাগা না-লাগাটা নির্ভর করবে তার রুচির ওপর। কেউ ‘দুধ বা তামাক আসক্ত', কেউ আবার-বা পাপরে-স্বাদের ক্ষেত্রেও মানবস্বভাব বড়ো বিচিত্র। আমার অভিজ্ঞতা তা-ই বলে। আমার 'বিচ্ছিন্ন ভাবনা' প্রকাশকে তাই পাঠকের রুচির ওপর ছেড়ে দিচ্ছি।
Title | : | বিচ্ছিন্ন ভাবনা |
Author | : | আহমদ রফিক |
Publisher | : | জার্নিম্যান বুকস |
ISBN | : | 9789849657224 |
Edition | : | 1st Edition, 2022 |
Number of Pages | : | 158 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
প্রাবন্ধিক, কবি ও কলামিস্ট হিসাবে খ্যাত আহমদ রফিক, (জন্ম: ১২ সেপ্টেম্বর, ১৯২৯) ছাত্রজীবন থেকেই সাহিত্য-সংস্কৃতি ও রাজনীতির আকর্ষণে সমভাবে আলোড়িত ছিলেন। তিনি বাহান্নার ভাষা-আন্দোলনের অন্যতম সংগঠক। প্রগতিশীল রাজনীতির সঙ্গে সংশ্লিষ্টতার কারণে তার শিক্ষাজীবন বার বার বিপর্যস্ত হয়েছে। পেশাগতভাবে শিল্প ব্যবস্থাপনার সঙ্গে একদা যুক্ত থাকা সত্ত্বেও মননের চর্চাতেই তিনি অধিক সমর্পিত। এখন পুরোপুরি সাহিত্যকর্মে সক্রিয়। একাধিক সাহিত্য ও বিজ্ঞান পত্রিকার বিভিন্ন সামাজিক কর্মযজ্ঞে। রবীন্দ্রচর্চা কেন্দ্র ট্রাস্টের তিনি প্রতিষ্ঠাতা, বাংলা একাডেমীর ফেলো এবং বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির জীবন সদস্য। তাঁর উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থের মধ্যে রয়েছে শিল্প সংস্কৃতি জীবন (১৯৫৮), আরেক কালান্তরে (১৯৭৭), বুদ্ধিজীবীর সংস্কৃতি (১৯৮৬), ভাষা আন্দােলন : ইতিহাস ও তাৎপর্য (১৯৯১), রবীন্দ্রনাথের চিত্রশিল্প (১৯৯৬), জাতিসত্তার আত্মঅন্বেষা (১৯৯৭), রবীন্দ্ৰভুবন পতিসর (১৯৯৮) এবং জীবনানন্দ : সময় সমাজ ও প্রেম (১৯৯৯)। নির্বাচিত কলাম (২০০০), বাংলাদেশ : জাতীয়তা ও জাতিরাষ্ট্রের সমস্যা (২০০০), একাত্তরে পাকবর্বরতার সংবাদ ভাষ্য (২০০১), কবিতা আধুনিকতা ও বাংলাদেশের কবিতা (২০০১)। কবিতাগ্রন্থের মধ্যে নির্বাসিত নায়ক (১৯৯৬), বাউল মাটিতে মন (১৯৭০), রক্তের নিসর্গে স্বদেশ (১৯৭৯), বিপ্লব ফেরারী, তবু (১৯৯৮), পড়ন্ত রোদুরে (১৯৯৪), Selected Poems (১৯৯৪), শ্রেষ্ঠ কবিতা (১৯৯৮). ভালোবাসা ভালো নেই (১৯৯৯), নির্বাচিত কবিতা (২০০১) উল্লেখযোগ্য। তিনি ১৯৭৯ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, ১৯৯২ সালে অলক্ত সাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার পান। সাহিত্যক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১৯৯৫ সালে রাষ্ট্রীয় পুরস্কার একুশে পদকে ভূষিত হন। কলকাতার টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে পেয়েছেন ‘রবীন্দ্রতত্ত্বাচার্য’ উপাধি ও স্বদেশে রবীন্দ্র পুরস্কার (১৪১৮)। এছাড়া অনেক কাঁটা প্রতিষ্ঠান থেকে সম্মাননা ও স্বর্ণপদক।
If you found any incorrect information please report us