৳ ৮০০ ৳ ৬৮০
|
১৫% ছাড়
|
Quantity |
|
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
স্বনামধন্য এক সাহিত্যিক 'কেন লিখেন'- এ প্রশ্নের জবাবে বলেছিলেন, 'না লিখলে তিনি মানুষ খুন করতেন।' জসিম মল্লিক অতটা মরিয়া কি না জানি না, কিন্তু না লিখে সে থাকতে পারে না। সে লেখক, মনে প্রাণে সর্বান্তকরণে। আর এই লেখক এবার নিজেকে মেলে ধরেছেন নিজের ভাষায়, খুলে দিয়েছেন আপন কথায়। তাঁর আশৈশব কথামালা নিয়ে রচনা করেছেন 'হৃদয়ে শিখেছি নাম'। তাঁর জন্য থেকে যৌবনের একটা সময় পর্যন্ত কেটেছে বাংলাদেশে, পরবর্তী জীবন প্রবাসে। নিজের কথা বলতে গিয়ে সে অন্যদের কথাও বলেছে যারা তাঁর সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। বলেছে সে তাঁর সময়ের কথা ভেতরের আর বাহিরের সমন্বয়ে যে-জীবন সেই জীবনের গল্প সে বলেছে। তাঁর গল্প বলার ঢং নিবিড়, ভাষা হাজন। এ- এন্থে লেখক জসিম মল্লিককে যেমন পাওয়া যায় তেমনই দেখা মেলে ব্যক্তি জসিম মল্লিকের। জসিমের যারা পাঠক তাদের জন্য বইটা সেরা উপহার।
Title | : | হৃদয়ে লিখেছি নাম |
Author | : | জসিম মল্লিক |
Publisher | : | অনন্যা |
Edition | : | 1st Published, 2024 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
জসিম মল্লিক। কথাসাহিত্যিক ও সাংবাদিক। জীবন যে এক আশ্চর্য গল্প, বয়ান। জসিম মল্লিক তার নিপুণ কারিগর। যে জীবনকে নিবারণ করা যায় না, অনিবার্য। জসিম সেই কাহিনিই তুলে ধরেন। গভীর বোব, বেদনা আর বিহ্বলতা না থাকলে জীবনকে কতটুকুই বা বোঝা যায়। বোঝে মানুষ। হয়তো তা বুঝতেই জসিম ছুটে যান বরিশাল থেকে টরন্টো, মরক্কো থেকে মেক্সিকো, দুবাই থেকে ডালাস, আবার টোকিও থেকে মিলানো। পৃথিবীর এ প্রাহ্ম থেকে ও গ্রাম। ডানা ঝাপটানো পাখির মতোন। এই বয়ে চলা, উড়ে চলাই তাকে ঋদ্ধ করেছে, জীবনের বোধ ও গভীরতায় করেছে সমৃদ্ধ। তাই হতাশাকে প্রশ্রয় দেন না তিনি। জসিমের লেখায় ও যাপনে তাই ফুটে উঠে। কেননা জসিম জানেন, জীবন মানেই ব্যর্থতা না, সেখানে সফলতাও আছে, শুধু বার্থ বলে কোনো জীবন নেই। তা তিনি বিশ্বাসও করেন না। তাই জসিমের চরিত্ররা হারতে হারতে জিতে যাব, জিততে জিততে হেরে যায়। কিন্তু সেই হেরে যাওয়াটা সৈয়দ ওয়ালি উল্লাহর উজানে মৃত্যুর মতো। পাওলো কোয়েলহোর আবার তল থেকে উঠে আসার মতো, হারাকু মুরাকামির ভাঙচুর ভাঙচুর শব্দের মধ্যেও জয়ের প্রবল স্বপ্ন। বিশ্ব ভূপোদের অভিজ্ঞতা ও বাসিন্দা তিনি। তাই তাঁর কাহিনি, চরিত্র নির্দিষ্ট কোনো ভূগোল নির্দেশ করে না। তাই তাঁর বলা রাঢ়িখালের মেয়েটির গল্প হয়ে উঠে টরন্টোর জেনিফারের পরয়া। এই যে স্পর্শ বিন্দুকে ছুঁয়ে যাওয়া ও এক হওয়া এটাই লেখককে বৈশ্বিক মর্যাদা দেয়। আন্তর্জাতিকতায় জসিম মল্লিক তাই ভিন্নধারার এক কাহিনিকথক। স্বতন্ত্র, বলিষ্ট, উয়ে মার্গীয়। এ পর্যন্ত প্রায় ৪২ টি গ্রন্থ প্রকাশিত হয়েছে। বাংলা একাডেমি, জাতীয় প্রেসক্লাব এবং বরিশাল ক্লাবের আজীবন সদস্য। দুই সন্তানের জনক। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন। দেশের জনপ্রিয় নিউজ ম্যাগাজিন সাপ্তাহিক বিচিত্রা ও সাপ্তাহিক ২০০০ সাংবাদিকতা করেছেন। টরন্টো বাংলা বইমেলার অন্যতম আয়োজক। দেশ বিদেশের বাংলা পত্রিকায় নিম্নমিত্ত শিখছেন। ২০২২ সালে সাহিতো বিশেষ অবদানের জন্য বাংলা একাডেমি সৈয়দ ওয়ালীউল্লাহ পুরস্কার পেয়েছেন। জন্য বরিশালে ১৯৬১ সালে।
If you found any incorrect information please report us