৳ ৭০০ ৳ ৬৩০
|
১০% ছাড়
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি
মায়াময় অননুকরণীয় ভাষা, আশ্চর্য কৌতুকপ্রবণ দৃষ্টিভঙ্গি এবং প্রবাসজীবনের অভিজ্ঞতায় সমৃদ্ধ লেখক বাংলাসাহিত্যে একজনই। তিনি নবনীতা দেবসেন। তাঁর উপন্যাসও তাই পৌঁছে যায় অন্য মাত্রায়। প্রেম-অপ্রেম, দ্বিধা-দ্বন্দ্বে দীর্ণ নানাস্তরের মানুষের ছবি তাঁর উপন্যাসের অমোঘ আকর্ষণ। বাঙালি মেয়ের চোখে পুয়োর্তোরিকানদের জীবন-সমস্যা, প্রবাসিনী বাঙালি তরুণীর লড়াই, দ্রুত-ক্ষয়িষ্ণু বনেদি পরিবার, মানবিক মূল্যবোধ এবং নরনারীর একান্ত প্রেম উপজীব্য করে নবনীতার পাঁচটি উপন্যাস—অন্যদ্বীপ, প্রবাসে দৈবের বশে, তিতলি, রামধন মিত্তির লেন এবং ইহজন্ম। গভীর কৌতূহলোদ্দীপক এই পঞ্চকন্যা পাঠককে নিয়ে যায় অন্যজগতে।
Title | : | পাঁচটি উপন্যাস |
Author | : | নবনীতা দেবসেন |
Publisher | : | পত্রভারতী |
ISBN | : | 9788183740999 |
Edition | : | 4th Print, 2016 |
Number of Pages | : | 240 |
Country | : | India |
Language | : | Bengali |
নবনীতা দেবসেন দক্ষিণ কলকাতায় হিন্দুস্থান পার্কে তাঁর বাবা- মা'র 'ভালবাসা' (এখনো সেখানেই বসবাস করেন) গৃহে জন্মগ্রহন করেন । পিতা নরেন্দ্র দেব ও মাতা রাধারানী দেবী সেযুগের বিশিষ্ট কবি দম্পতি। ছেলেবেলায় এক বিশেষ সাহিত্যিক ও সাংস্কৃতিক পরিবেশে তিনি বড় হয়েছেন। বাংলা ও ইংরেজি ছাড়া উনি হিন্দি, ওড়িয়া, অসমীয়া, ফরাসী, জার্মান, সংস্কৃত এবং হিব্রু ভাষাগুলি পড়তে পারেন। গোখলে মেমোরিয়াল গার্লস, লেডি ব্রেবোর্ণ ও প্রেসিডেন্সি কলেজ, যাদবপুর , হার্ভার্ড, ইণ্ডিয়ানা (ব্লুমিংটন) ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা ও গবেষণা করেছেন। ১৯৭৫- ২০০২ তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্যের অধ্যাপিকা ও বেশ কিছুকাল বিভাগীয় প্রধান ছিলেন। এছাড়াও যুক্তরাষ্ট্র ও ইউরোপেরও কিছু বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর ছিলেন। তাকে তুলনামূলক সাহিত্যের একজন বিশিষ্ট অথরিটি মানা হয়। যাদবপুরে তিনি কবি বুদ্ধদেব বসু ও সুধীন্দ্রনাথ দত্তের স্নেহধন্য ছাত্রী ছিলেন। ১৯৯৯ সালে তিনি সাহিত্য একদেমি পুরস্কার পান তার আত্মজীবনী মূলক রম্যরচনা 'নটী নবনীতা' গ্রন্থের জন্যে। এছাড়াও তিনি মহাদেবী বর্মা ও ভারতীয় ভাষা পরিষদ ও অন্যান্য প্রতিষ্ঠান থেকেও বিভিন্ন পুরস্কার পেয়েছেন। ১৯৫৯ এ তার প্রথম কাব্যগ্রন্থ 'প্রথম প্রত্যয়' প্রকাশিত হয় ও প্রথম উপন্যাস 'আমি অনুপম' ১৯৭৬ এ। কবিতা, প্রবন্ধ, রম্যরচনা, ভ্রমণ কাহিনী, উপন্যাস মিলে তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৩৮। এখনো নিয়মত বিভিন্ন পত্র পত্রিকায় লেখালেখি করেন। ১৯৬০ এ তিনি বিখ্যাত অর্থনীতিবিদ (পরবর্তীকালে নোবেলজয়ী) অমর্ত্য সেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ও তাদের দুই কন্যা। জ্যেষ্ঠা অন্তরা সাংবাদিক ও সম্পাদক এবং কনিষ্ঠা নন্দনা অভিনেত্রী ও সমাজকর্মী।
If you found any incorrect information please report us