৳ ১১০০ ৳ ৯৩৫
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
সদ্য মেডিকেল কলেজ থেকে পাশ করে বেরুনো এক তরুণী, যে সবসময় বাবা-মায়ের সতর্ক নজরদারি ও ভালোবাসার ঘেরাটোপে জীবনের এতটা দিন কাটিয়েছে, তার ইচ্ছে হলো স্বাধীনভাবে কিছু কাজ করার। পরিবারের সাথে অনেক মানসিক লড়াইয়ের পর সে রওনা হলো দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের এক অজানা ও অচেনা গন্তব্যে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চল জাতিগত নিপীড়ন ও দমনের মুখে রোহিঙ্গা জনগোষ্ঠীর এক অভয়ারণ্য হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সীমিত সম্পদ নিয়ে বিপুলসংখ্যক শরণার্থীদের চাপ মোকাবেলা করতে বাংলাদেশকে হিমশিম খেতে হচ্ছে। অভাব যেখানে চরম হয়, ন্যায়-নীতি সেখানে জানালা দিয়ে পালায়। দারিদ্র্য ও অভাবের কষাঘাতে কয়েক লাখ মানুষ অধ্যুষিত একটি ঘনবসতিপূর্ণ এলাকা দিনের পর দিন নানা রকমের অপরাধের আঁতুরঘরে পরিণত হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের জন্য এক অকুতোভয় যুবককে মায়াময় পরিবার ও আপনজনদের ফেলে চলে আসতে হয় এই অপরাধপূর্ণ এলাকায়। পথিমধ্যে কঠিন বাস্তবতা সম্পর্কে অনভিজ্ঞ সেই ডাক্তার তরুণী ও এই অকুতোভয় যুবকের অপ্রত্যাশিত সাক্ষাৎ হয় অনাকাঙ্ক্ষিতভাবে। নিয়তি নির্দেশিত গন্তব্যের উদ্দেশ্যে চলার পথে তাদের অনুভূতির রং বদল ঘটে। ক্ষণিকের পথসঙ্গী থেকে তারা হয়ে উঠে মনোসঙ্গী। কিন্তু যাদের জীবনের মূলমন্ত্র 'কান্ট্রি কামস ফার্স্ট', তাদের কাছে ব্যক্তিপ্রেমের চেয়ে দেশপ্রেম সবসময়ই অগ্রাধিকার পায়। সেই অকুতোভয় যুবক, নব্য তরুণী ডাক্তার ও তাদের জীবনের সাথে জড়িয়ে থাকা আরও কিছু মানুষের জীবনালেখ্য 'দহনের দিনে জোছনার ফুল'।
Title | : | দহনের দিনে জোছনার ফুল |
Author | : | আফিফা পারভীন |
Publisher | : | চলন্তিকা |
ISBN | : | 9789849911005 |
Edition | : | 3rd Print, 2025 |
Number of Pages | : | 416 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
আফিফা পারভীন এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মানো এই লেখক উদ্ভিদ বিজ্ঞানে এক স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন। বাবা-মায়ের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে সাহিত্যের প্রতি অনুরাগ ও বই পড়ার নেশাটা রপ্ত করেছেন সেই ছোটবেলা থেকে। ফলশ্রুতিতে, লক্ষীমন্ত মেয়ে হয়েও শুধু পাঠ্যবইয়ের বাইরে বই পড়ার জন্যই প্রায়ই বকা খেতে হতো। সারাদিন মুখের সামনে বই থাকলেও, সে বইগুলো পাঠ্যবই হতো কদাচিৎ। মা বলতেন, তিনি নাকি বই পড়তেন না, বই গিলতেন। এই পড়ার নেশার কারণে অল্প বয়সেই জুটেছিলো বই পোকার খেতাব। পড়ালেখা শেষে গাঁটছড়া বাঁধেন সামরিক কর্মকর্তার সাথে। জড়িয়ে যান নিয়ম কানুনে ভরপুর সুশৃঙ্খল এক অভিনব জীবনের সাথে ওতপ্রোতভাবে। লেখালেখির প্রতি আগ্রহটা খুব কাছ থেকে দেখা অনেক কিছুর অভিজ্ঞতা তুলে ধরার তাড়না থেকেই জন্মানো। আফিফা পারভীন জীবনকে নিজের দৃষ্টিভংগী দিয়ে যেমন দেখেন, তেমনি অন্যের দৃষ্টিকোণ থেকেও দেখার চেষ্টা করেন। ব্যক্তিগতভাবে নম্র, ভদ্র আর স্বল্পভাষী এ মানুষটি জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজস্ব জীবনদর্শন মেনে চলেন। মাই লাইফ, মাই রুলস্ - এই বিশ্বাসে বিশ্বাসী আফিফা উপভোগ করার চেষ্টা করেন জীবনের প্রতিটা মুহূর্ত, যাতে বেলাশেষে আফসোস না থাকে। জীবনের এই অপরাহ্ণবেলায় এসে পিছনে ফিরে তাকালে তিনি একটা কথাই বলেন - সমস্ত কিছুর জন্য আলহামদুলিল্লাহ।
If you found any incorrect information please report us