৳ ৬০০ ৳ ৫১০
|
১৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER
১০% নিশ্চিত ছাড় এবং ডেলিভারি একদম ফ্রি !! মাত্র ১০০০ বা তার বেশি টাকার পাঠ্যবই ও অনুশীলনমূলক বই -এর জন্য প্রযোজ্য। কুপন কোড: ACADEMIC ব্যবহার করলেই
একাডেমিক বইয়ে প্রতি ১০০০ টাকার অর্ডারে একটি করে খাতা ফ্রি ও ডেলিভারি ফ্রি। কুপন কোড: KHATA
লেখক ও কবি শ্যামসুন্দর সিকদারের এই গ্রন্থটি মূলতঃ তার আত্মজীবনীমূলক তৃতীয় গ্রন্থ। তার আগের দুটি আত্মজীবনী বা স্মৃতিকথার গ্রন্থে ('জীবনের কথা বলি এবার' এবং 'যে কথা বলা হয়নি আগে') তিনি লিখেছেন তার সংগ্রামী জীবনের গল্প, তার দুঃখ-কষ্টের বর্ণনা, মুক্তিযুদ্ধের ঘটনা এবং তার জীবনের পথে ঘুরে দাঁড়ানোর সত্য কাহিনী। তিনি জীবনকে দেখেছেন খুব কাছ থেকে-দেখেছেন সমাজের বিশিষ্ট চরিত্রগুলোর নির্মম সত্য।
মূলতঃ তার প্রথম গ্রন্থটিতে ছিল তার বাল্যজীবন, দুর্বিসহ শিক্ষাজীবন ও শিক্ষাজীবনের পাশাপাশি শিক্ষকতা এবং বাংলাদেশ ব্যাংকের চাকরি জীবনের বর্ণনা। তারপর বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার গল্প। আর দ্বিতীয় গ্রন্থটিতে লিখেছিলেন ম্যাজিস্ট্রেট হিসাবে যোগদানের পর বিভিন্ন কালেক্টরেটে ও উপজেলায় বিভিন্ন পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতার কথা। যারা ওই গ্রন্থ দুটি পড়েছেন, তারা জানেন তার সেই কাহিনীর অকপট সত্য প্রকাশে তিনি কতটা বস্তুনিষ্ঠ ছিলেন।
বস্তুত তার দ্বিতীয় গ্রন্থটিও ছিল প্রশাসনের ভিতরের গল্প নিয়েই জীবনের কথা। কিন্তু এই তৃতীয় গ্রন্থটি লিখতে তিনি স্মৃতিশক্তির পাশাপাশি নিজের লেখা ডাইরীর পাতা থেকেও অনেক তথ্য নিয়েছেন।
এই গ্রন্থে তিনি রাঙ্গামাটি পার্বত্য জেলায় এডিসির দায়িত্ব পালনের অভিজ্ঞতা লিখেছেন। তারপর ভূমি সংস্কার বোর্ডে এএলআরসি এবং অতঃপর প্রায় দুই বছর ওএসডি হয়ে থাকার গল্প, স্থলবন্দর কর্তৃপক্ষের সচিব, বিপিএটিসির পরিচালক এবং অবশেষে যুগ্মসচিব হওয়া পর্যন্ত বিভিন্ন দায়িত্ব পালনের অভিজ্ঞতা তিনি অত্যন্ত প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেছেন। তার সেই অভিজ্ঞতার কথা তরুণ প্রজন্ম জানতে পারবে এবং পূর্ববর্তী সিনিয়রদের সম্পর্কে জানতে পারবে। আর জানতে পারবে প্রশাসনের বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে লেখক শ্যামসুন্দর সিকদার তা মোকাবিলা করে উতরে গেছেন? উল্লেখ্য, তার পরের পর্বে থাকবে লেখকের যুগ্মসচিব হতে সিনিয়র সচিব হওয়া পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের চ্যালেঞ্জ নিয়ে বিশদ বিবরণ।
Title | : | আমার জীবন: প্রশাসনের ভেতরে ও বাইরে |
Author | : | শ্যামসুন্দর সিকদার |
Publisher | : | অনন্যা |
ISBN | : | 9789849948421 |
Edition | : | 1st Published, 2025 |
Number of Pages | : | 344 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
জন্ম : শ্যামসুন্দর সিকদার শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার লোনসিং গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম-গিরেন্দ্র মোহন সিকদার, মাতার নাম-কৃষ্ণদাসী সিকদার ৭ ভাই বোনের মধ্যে তিনি তৃতীয়। মাটি-জল, খাল-নদী এবং শস্য-শ্যামল প্রকৃতি দেখে দেখে গ্রামীণ পরিবেশে তার কৈশোর কেটেছে। শিক্ষাজীবন : নিজগ্রাম দক্ষিণ লোনসিং প্রাথমিক বিদ্যালয়ে তার প্রথমপাঠ শুরু। অতঃপর নড়িয়া বিহারী লাল হাই স্কুল, ফেনী মডেল হাই স্কুল এবং ফেনী কলেজে অধ্যয়ন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে ১৯৮১ শিক্ষাবর্ষে এমএসসি ডিগ্রি অর্জন করেন এবং ২০০৮ সালে নর্দান বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে এমবিএ ডিগ্রি প্রাপ্ত হন। কর্মজীবন : ১৯৮৪ সালে বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তিনি ১৯৮৪ সালের বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৮৬ সালে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন দপ্তর ও মন্ত্রণালয়ে দায়িত্ব পালনসহ বিসিকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি ২০১৪ সাল থেকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে এবং ২০১৭ সাল থেকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে যথাক্রমে সচিব ও সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে ২০২০ সালের ১৪ ডিসেম্বর সিনিয়র সচিব পদমর্যাদায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন। সাহিত্যকর্ম : শ্যামসুন্দর সিকদার ছাত্রজীবন থেকেই লেখালেখিতে জড়িত ছিলেন। তিনি একজন প্রথিতযশা কবি ও সাহিত্যিক। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৫০। তন্মধ্যে কাব্যগ্রন্থ, প্রবন্ধ, গল্প, ভ্রমণ কাহিনী, ছড়া, শিক্ষামূলক গ্রন্থ, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস এবং গবেষণামূলক গ্রন্থ। সাহিত্য ও গবেষণা কর্মের জন্য বিভিন্ন পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের গর্বিত জনক।
If you found any incorrect information please report us