
৳ ১২০০ ৳ ৯০০
|
২৫% ছাড়
|
Quantity |
|
৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY
প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়; ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER





পরিস্ফুটিত পবিত্র এক ফুলের ন্যায় মেয়েটি। নাম তার ইসাবেলা আলেক্সিভা। জীবন যার কাছে সুন্দর ও পবিত্র। দু-চোখভরা স্বপ্ন ছিল। ছিল মনোমন্দিরে স্থাপিত পুরুষটিকে একান্ত নিজের করে পাবার তীব্র আকাঙ্ক্ষা। এই তো আর কয়েক প্রহর। তারপর সকল স্বপ্ন বাস্তব হয়ে যাবে। সুখ বলতে যা আছে তাও ওরই হবে। পিটার, পিটার মিখায়লোভ। দিনরাত হৃদয় মন্দিরে বন্দনা হতো এই নামে।
নিয়তি অমোঘ। এই অমোঘ নিয়তির স্রোতে ভেসে যায় কত স্বপ্ন। এক প্রহরও পার হলো না, অথচ নিয়তি ইসাবেলার সকল স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে চূর্ণবিচূর্ণ করে দিলো। বিরহ, বিচ্ছেদের ব্যথায় পীড়িত ওর ভগ্ন হৃদয়। সেই ক্ষণে ইসাবেলা বুঝল, পৃথিবীতে ভগ্ন হৃদয়ের ব্যথার চেয়ে বড়ো ব্যথা আর কিছু নেই। নিয়তির চেয়ে বড়ো নিষ্ঠুরও কেউ নেই। জীবন কতই না বিষণ্ণ ও বিষাদময়। এ জীবন কে চায়। ও তো চায় না। নিয়তি এ-ও নিয়ে যাক। নিয়তি এবার আর নিল না বরং ওর জীবনে এনে দিলো এক রহস্যময় সুদর্শন পুরুষকে, দ্য গ্রেট নিকোলাস উইলিয়াম।
Title | : | তিমিরে ফোটা গোলাপ |
Author | : | তানিয়া শেখ |
Publisher | : | নবকথন প্রকাশনী |
Edition | : | 1st Published, 2025 |
Number of Pages | : | 576 |
Country | : | Bangladesh |
Language | : | Bengali |
ফাল্গুনের এক পবিত্র সন্ধ্যায় পৃথিবীতে প্রথমবার চোখ মেলেছিলেন লেখক। পিতা ও মাতার আদরের বড়ো কন্যা। শৈশবের কিছু অংশ কেটেছিল পল্লী-প্রকৃতির মাঝে। এরপর পিভার চাকুরিসূত্রে মাঁকাতে সপরিবারে বসবাস। বর্তমানে পড়াশোনা শেষ করে শিক্ষকতা পেশায় নিযুক্ত আছেন।
সীমাবদ্ধ লেখালেখির শুরুটা হয়েছিল শখের বসে। যদিও এখন তা কেবল শখ শব্দটার মধ্যে সীমাবদ্ধ নেই। জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। বই পড়তে ভীষণ ভালোবাসেন। তেমনই লিখতে। লিখতে ভালোবাসেন সামাজিক ও ফ্যান্টানি জনরা। এই লেখালেখির ক্ষেত্রে যাদের অনুপ্রেরণা ও উৎসাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই পাঠক হৃদয়ে বিশেষ জায়গা করে নিতে চান তিনি। তার লেখা এক একটি শব্দ কোনো নিরালায় শান্তি শান্তি হয়ে অনুভূত হোক পাঠকের মনে।
If you found any incorrect information please report us