রাইনার মারিয়া রিলকে (পেপারব্যাক)
রাইনার মারিয়া রিলকে (পেপারব্যাক)
৳ ৩০০   ৳ ২৫৫
১৫% ছাড়
Quantity  

৯৯০ বা তার বেশি টাকার বই অর্ডারে ডেলিভারি চার্জ ফ্রি। কুপন: FREEDELIVERY

প্রথম অর্ডারে অতিরিক্ত ১০০ টাকা ছাড়;  ১০০০+ টাকার বই অর্ডারে। ৫০ টাকা ছাড়; ৫০০+ টাকার বই অর্ডারে। কুপন: FIRSTORDER

একাডেমিক বইয়ে ১০% পর্যন্ত  ছাড়

Home Delivery
Across The Country
Cash on Delivery
After Receive
Fast Delivery
Any Where
Happy Return
Quality Ensured
Call Center
We Are Here

রিলকে ও গোলাপের কাঁটা ‘গোলাপ, ওহ বিশুদ্ধ বিরোধ, হওয়ার আনন্দ কারো-না ঘুমের অনেক পাপড়ির অন্তরালে।’ রিলকে অসুস্থ থাকতেন প্রায়শই। শেষে তো তার লিউকেমিয়া হয়ে গেল। নিরাময় কেন্দ্রে থাকতেন তখন। তখন একটা গোলাপ তুলতে গেলেন। গোলাপের কাঁটা এসে তার আঙুলে বিঁধল। সেই কাঁটার আঘাত থেকে রিলকের রক্ত দূষণ বাড়িয়ে দিলো। মৃত্যু হলো তার। তাহলে কি গোলাপের কাঁটাই কবির মৃত্যুর কারণ? তাহলে কি প্রেমের সাথে অনিবার্য যে বেদনা সেই ধ্রæপদী বেদনাই কবির মৃত্যুর কারণ। বারবার, রিলকে বারবার প্রেমে পড়েছেন। কিন্তু কোনো প্রেমই তাকে শান্ত করেনি, আশ্বস্ত করেনি। কী এক অবোধ অতৃপ্তিতে রিলকে এক প্রেম থেকে আরেক প্রেমের দিকে ছুটে গেছেন, বারবার। অপূর্ণ প্রেমের বেদনা নিয়ে রিলকের মতো কতো কবি ঝরে যায় অকালে, কে জানে! জার্মান ভাষার সবচেয়ে গীতল কবি রাইনের মারিয়া রিলকে (১৮৭৫-১৯২৬)। তবে এই গীতলতা নেহাতই পেলব নয়। ভাবনায় রিলকে গভীর, অন্তর্দৃষ্টি মর্মভেদী। এমনকি নেহাতই বস্তুর ভেতরে প্রাণ এনে দিতে পারেন তিনি। ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুকে তিনি অতীন্দ্রিয় ভাবনায় প্রকাশ করতে পারেন। রিলকের সবচেয়ে সবচেয়ে বিখ্যাত দুটি কবিতা হলো ‘দুইনো শোকগাথা’ (উঁরহবংবৎ ঊষবমরবহ) ও ‘অরফিউসের প্রতি সনেট’ (উরব ঝড়হবঃঃব ধহ ঙৎঢ়যবঁং)। দুইনো শোকগাথায় দশটি শোকগাথা আছে আর অরফিউসের প্রতি সনেটে ৫৫টি সনেট আছে। দুটোই ছাপা হয় ১৯২৩ সালে। তবে ‘অরফিউসের প্রতি সনেট’ তিনি লেখেন ১৯২২ সালে। কন্যা ভেরা ওকামা’র খেলার সাথি রুথের আকস্মিক মৃত্যুতে রিলকে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েন। এক তীব্র সৃষ্টির বেদনা ঝড় বয়ে যায় তার বুকের ভেতর। টানা তিন সপ্তাহ লিখে তিনি শেষ করেন ‘অরিফিউসের প্রতি সনেট’গুচ্ছ। রিলকে নিজে এই সনেটগুলোকে ‘কবর-ফলক’ (এৎধন-গধষ) বলে উল্লেখ করেছিলেন। অন্যদিকে রিলকের সবেচেয়ে গভীর দার্শনিক, মরমী, চিন্তাশীল এবং আলোচিত কাজ ‘দুইনো শোকগাথা’র দশটি গাথা লিখতে তাঁর সময় লেগেছে দশ বছর। ১৯১২ সালে রাজকুমারী মারি ফন থ্রান উন্ড টাক্সির আমন্ত্রণে আড্রিয়াটিক সমুদের তীরের ত্রিস্তের দুইনো প্রাসাদে থাকার সময় এই শোকগাথাগুলো লেখা শুরু করেন তিনি। ৮৫৯ লাইনের এই দীর্ঘ কাব্যগাথা রচনাকালীন সময়ে রিলকে কখনো মানসিক অসুস্থতায় ভ‚গেছেন, কখনো বিষাদে ডুবে গেছেন। প্রথম বিশ্বযুদ্ধ আর নিজের জীবনের নানা টানাপড়েন ইতোমধ্যে রিলকের প্রেমিক মনকে ছিন্নভিন্ন করেছে অনেকটাই। গোলাপের কাঁটার মতো জীবনের নানা যন্ত্রণা বিদ্ধ করেছে রিলকেকে। সেই যন্ত্রণার ফসলই ‘দুইনো শোকগাথা’। জীবন, মৃত্যু, মানুষের সীমাবদ্ধা, নিঃসঙ্গতা, ভালোবাসা, কবির দায় ইত্যাদি বিষয় স্বগতোক্তির মতো উঠে এসেছে ‘দুইনো শোকগাথায়’। এই শোকগাথা দ্বারা বিশ শতকের বহু কবি, শিল্পী প্রভাবিত হয়েছেন, আলোড়িত হয়েছেন। কথা সত্য, শোকগাথাও আচ্ছন্ন করে মানুষকে, আলোড়িত করে, যদি তা রিলকের লেখা হয়। কেননা, তিনি গোলাপের জন্যে মরেন, গোলাপের কাঁটার জন্যে মরেন। সুন্দর আর সুন্দরের বেদনার যুগপৎ ধারক বাহক রিলকে। রিলকের কবিতা আগেও পড়েছি। বুদ্ধদেব বসুর অসাধারণ অনুবাদ আমাদের ভালোবাসতে শিখিয়েছে রিলকের কবিতাকে। রিলকের ‘দুইনো এলিজি’ অনুবাদ করেছেন শক্তি চট্টোপাধ্যায়ের মতো কবিও। এই দুইজনের অনুবাদের ঘোরতর শক্তি আমাকে আচ্ছন্ন করে। আল্লাদিত্তা মোহাম্মদ আলাউদ্দিন আমাদের ঘনিষ্ঠ জন। তিনিও কবিতার ঘোরে থাকেন। তার কাছ থেকে রিলকের কবিতা পেয়ে আপ্লুত হয়েছি। এটা তুলনার জায়গা নয়, তবু বলে রাখছি, দিত্তা আলাউদ্দিন তাঁর মতো করেই বোঝার চেষ্টা করেছেন রিলকেকে। তাঁর কবিতা নির্বাচনে অনেক বেশি জীবন, মরমীয়া দরদ আছে। রিলকের মূল সুর তিনি কতটা ধরতে পেরেছেন সেটা না-বলে, এটুকু বলি, তার কাছ থেকে আমরা আরও নিবিষ্ট অনুবাদ চাইবো, বারবার। মুম রহমান ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশন্স

Title : রাইনার মারিয়া রিলকে
Author : রাইনার মারিয়া রিলকে
Translator : আল্লাদিত্তা মোহাম্মদ আলাউদ্দিন
Publisher : ক্রিয়েটিভ ঢাকা পাবলিকেশন্স
ISBN : 9789848991121
Edition : 1st Published, 2018
Number of Pages : 64
Country : Bangladesh
Language : Bengali

রাইনের মারিয়া রিলকে (জার্মান: René Karl Wilhelm Johann Josef Maria Rilke, ৪ঠা ডিসেম্বর ১৮৭৫ - ২৯শে ডিসেম্বর ১৯২৬) বিখ্যাত জার্মান কবি ও ঔপন্যাসিক। রাইনের মারিয়া রিলকের পুরো নাম রেনে কার্ল উইলহেম জোহান জোসেফ মারিয়া রিলকে। তার লেখা কবিতা এবং গদ্য উভয়ই গীতিময়। একটা মিস্টিক বা রহস্যময় আঙ্গিক রিলকের লেখার বিশেষ বৈশিষ্ট্য। এলিয়টের মতোই তার বেশিরভাগ লেখাতে নিঃসঙ্গতা ও উদ্বিগ্নতা গ্রাস করেছে। সৃষ্টির মধ্যে অস্তিত্ত্বের এই টানাপোড়েনই তাকে যথার্থ আধুনিক কবি করে তুলেছে।


If you found any incorrect information please report us


Reviews and Ratings
How to write a good review


[1]
[2]
[3]
[4]
[5]