রৌদ্রছায়া প্রকাশ

সত্য ও সুন্দরের জন্য সাহিত্য, এই কথাটি মনের ভেতর ধারণ করেন সব সময় রৌদ্রছায়া প্রকাশের কর্ণধার আহমেদ রউফ। তারুণ্যের স্বপ্ন জয় স্লোগানকে সামনে রেখে 'রৌদ্রছায়া প্রকাশের পথচলা ২০১৮ সাল থেকে। সেই পথচলা থেকে শুরু করে আজ অবধি থেমে নেই রৌদ্রছায়া প্রকাশ। তরুণদের পাশাপাশি প্রবীনদেরও প্রাধান্য দিয়ে আসছেন সব সময়। রৌদ্রছায়া প্রকাশ মনে করেন তরুণরা জাতীর আয়না, যে আয়না দিয়ে আগামী প্রজন্ম দেখবে একটি সোনার বাংলা। সে দেশটি হবে সত্য ও সুন্দরের। সাহিত্যের মধ্য দিয়েই একদিন পথ চলবেন দেশের প্রতিটি মানুষ। সত্য ও সুন্দরের পথে। রৌদ্রছায়া প্রকাশ তারুণ্যের জয়গান। রৌদ্রছায়া প্রকাশ আজ দেশ তথা দেশের বাহিরেও সমানভাবে সমাদিত। এটাই রৌদ্রছায়া প্রকাশের প্রাপ্তি।

রৌদ্রছায়া প্রকাশ এর বই সমূহ

Showing 1 to 8 of 8

View

Sort icon