শব্দতরু

শব্দতরু প্রকাশনী ২০১৯ সাল থেকে সমাজের অন্যতম সমস্যাগুলোকে চিহ্নিত করে সে অনুযায়ী কন্টেন্ট বানিয়ে মুসলিমদের জন্যে কাজ করে যাচ্ছে।এর মাঝে কল্পিত কারাবাস,নারী স্বাধীনতার স্বরুপ, অনুতপ্ত অশ্রু,আল্লাহর প্রতি সুধারনা,নীড়ে ফেরার গল্প,নবজীবনের সন্ধানে পাঠকমহলে জনপ্রিয়তা পেয়েছে। বর্তমানে শব্দতরু থেকে 'আদাবুল ইখতিলাফ' নামে নতুন একটি বই প্রকাশিত হচ্ছে,যা মানুষের মাঝে দলাদলি, ঝগড়া-ফাসাদকে হ্রাস করবে,ইনশাআল্লাহ।