বুলবুল প্রকাশনী

এ দেশের তথা উপমহাদেশের গত এক শতাব্দীর রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস সম্পর্কে জানার জন্য কিছু বইগুলো পাঠের কোনো বিকল্প নেই। হান্ড্রেড হাইকু ফর শেখ মুজিব,একগুচ্ছ তারা, প্রিয়তি, কাজলা মেয়ে হরিণীর চোখ, মধ্যবিত্ত , টুকরো ভাবনা, উল্লেখযোগ্য। পারিবারিক পটভূমি, শৈশব, বাল্য ও কৈশোর, শিক্ষা, সাহিত্য, সংসারজীবনের কথা লিখেছেন। বই গুলোতে লেখকের বয়ান কেবল নিজ জীবন ও অভিজ্ঞতার কথাতেই সীমাবদ্ধ থাকেনি। সমকালীন সামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক পরিবেশ, নানা ঘটনা। বুলবুল প্রকাশনী বাংলাদেশের সমাজ, রাজনীতি ও ইতিহাস সম্পর্কে জানার জন্য প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ কিছু বই পুনঃপ্রকাশের একটি পরিকল্পনা নিয়েছে। মূলত নবীন ও ভবিষ্যৎ প্রজন্মের পাঠক ও গবেষকদের কথা ভেবেই আমাদের এই পরিকল্পনা। প্রথম পর্যায়ে জীবনী, স্মৃতিকথা, আত্মজীবনী, গুরুত্বপূর্ণ সাক্ষাৎকার ও গবেষণাধর্মী বইয়ের ক্ষেত্রেই মূলত আমাদের উদ্যোগ সীমাবদ্ধ থাকছে।

বুলবুল প্রকাশনী এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon