ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট (আইআইআইটি)

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট (আইআইআইটি) হলো একটি অলাভজনক আন্তর্জাতিক সংস্থা। ১৯৮১ সালে প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি মানবিক ও সামাজিক বিজ্ঞানে মুসলিম চিন্তাবিদ, গবেষক ও বুদ্ধিবৃত্তিক চর্চাকারীদের একটি অনন্য প্ল্যাটফর্ম।  মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি’র শহরতলি ভার্জিনিয়ার হারন্ডনে এর সদর দফতর অবস্থিত। এটি ইসলামী চিন্তাধারায় মধ্যপন্থা, বৈচিত্র্যতা ও আধুনিকতার সমন্বয়ে জোর দেয় এবং বৈশ্বিক ও স্থানীয় চ্যালেঞ্জ মোকাবেলার জন্য মুসলমানদের সক্ষমতা তৈরি করে। রূপান্তরমূলক শিক্ষা, সামাজিক উন্নয়ন ও ব্যক্তিগত উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ মুসলিম সমাজের জন্য কাজ করে যাচ্ছে। আইআইআইটি সর্বদাই ভালোমানের গ্রন্থ ও বাছাইকৃত সেরা লেখকদের গ্রন্থ প্রকাশ করে। সৃজনশীল ও মননশীল বই প্রতিনিয়ত প্রকাশিত হয়, অনেক প্রকাশনা পুরো মুসলিম বিশ্বে সমাদৃতও হয়। আইআইআইটি’র ইংরেজি, আরবি ও অন্যান্য ভাষায় উচ্চ-মানের বই, গবেষণাপত্র ও প্রকাশনা রয়েছে। এছাড়া তাত্ত্বিক গবেষণার পাশাপাশি মাঠকর্ম-ভিত্তিক অনেক মৌলিক ও সামাজিক গবেষণা করেছে, এবং গবেষণাকেন্দ্রিক প্রকাশনাও রয়েছে।

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব ইসলামিক থট (আইআইআইটি) এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon