হুমায়রা স্যারন

হুমায়রা স্যারন

হুমায়রা স্যারন জন্ম ১৯৯৬ সালে খ্রিস্টান মিশন হাসপাতালে। চীনের নানজিং ইউনিভার্সিটি অফ অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সম্পন্ন। ছোটবেলায় ক্লাস ফাঁকি দিয়ে মায়ের অফিসের বই পড়তে যেতুম। মা কান মলা দিয়ে হাতে দিলেন রবিনসন ক্রুসো। সেই থেকে শুরু। । অসম্ভব প্রকৃতিপ্রেমি আর বইপোকা। আরও একটি অতি প্রিয় শখ এন্টিক কালেকশান। প্রিয় লেখক জহির রায়হান, হেনরি রাইডার হ্যাগার্ড, হাওয়ার্ড ফিলিপস লাভক্রাফট। ব্র্যান্ড নিউ হেল' এর সুত্রপাত সুদুর চীন দেশে।

হুমায়রা স্যারন এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon