তাহমিনা শিল্পী

তাহমিনা শিল্পী

০২ নভেম্বর ১৯৭৭ মাদারীপুর জেলার রাজৈর উপজেলা সদরে পৈত্রিক বাড়িতে তাহমিনা শিল্পীর জন্ম। পিতা তৈয়ব আলী মিয়া এবং মাতা মমতাজ জাহান নিলু। তিন বােনের মধ্যে তিনি সবার বড়।। তাহমিনা শিল্পী ছােটবেলা থেকেই কবিতা লেখা শুরু করেন। স্থানীয় পত্রিকা, স্কুলের বার্ষিকীতে কবিতা লেখা শুরু করলেও সপ্তম শ্রেণিতে থাকাকালীন বাংলাদেশ বেতারের কলকাকলি অনুষ্ঠানে নিয়মিত ভাবে কবিতা প্রচারের মাধ্যমে তাঁর আত্মপ্রকাশ হয়। তাহমিনা শিল্পী কবিতার পাশাপাশি ছােটগল্প, সমসাময়িক ঘটনাবলী ও সামাজিক সচেতনতা বিশেষ করে নারী ও শিশু অধিকার বিষয়ে ফিচার লিখে থাকেন । বিভিন্ন অনলাইন জার্নাল ও জাতীয় দৈনিকে তার লেখা বেশ কিছু কবিতা গল্প ও ফিচার ছাপা হয়েছে। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত। স্বামী শামসুদ্দীন আহমেদ হীরা এবং একমাত্র ছেলে শারার যুবায়ের অর্পণ। ইডেন মহিলা কলেজ থেকে ভূগােল ও পরিবেশ বিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাকোত্তোর ডিগ্রি করেন। বর্তমানে তিনি বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনের সম্প্রচার ও প্রকৌশল বিভাগে কর্মরত আছেন।

তাহমিনা শিল্পী এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon