মুহসিন আবদুর রহমান

মুহসিন আবদুর রহমান

ডাকনাম মুহসিন। সার্টিফিকেটে নাম মুহাম্মদ আবদুর রহমান ভূইয়া। বিংশ শতাব্দীর ত্রিশ দশকের মাঝামাঝি সময়ে ঢাকা জেলার দোহার উপজেলায় শাইনপুকুর বড় বাড়ীতে এক সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী পরিবারে জন্ম। বাবা মুহাম্মদ আবদুস সালাম ভূইয়া ঢাকা কলেজে পড়াশুনা করেন এবং পরে বৃটিশ রাজের অধীনে দীর্ঘকাল সরকারি চাকুরী করে পাকিস্তান আমলে পঞ্চাশ দশকের প্রায় শেষ দিকে অবসর গ্রহণ করেন। মা মুসাম্মাৎ জামিলা খাতুন। ছাত্রজীবন শৈশবে ব্যাপ্টিস্ট মিশন পাঠশালায় প্রতিষ্ঠানিক পড়াশুনা শুরু। তারপর মুন্সিগঞ্জ উচ্চ ইংরেজী বিদ্যালয় থেকে স্কুলের পড়া শেষ করে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজে এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (বর্তমানে) চারুকলা ইন্সটিটিউটে কমার্শিয়াল (গ্রামিক আর্টস) বিভাগে প্রথম শ্রেনীতে প্রথম স্থান অধিকার করে প্রতিষ্ঠানিক পড়াশুনার পরিসমাপ্তি। কর্মজীবন আমেরিকান অ্যামবাসির অধীনে আইসিএ (ইন্টারন্যাশনাল কোঅপারেশন অ্যাডমিনিস্ট্রেশন) এর ‘ভিলেজ এইড’ বিভাগে প্রচার শাখায় চার বছর। ফৌজদারহাট ক্যাডেট কলেজে প্রায় পঁচিশ এবং পাবনা ক্যাডেট কলেজে দু’বছর অধ্যাপনা। ক্যাডেট কলেজের চাকুরীতে ইস্তফা দিয়ে উনিশ শ’ অষ্টাশি থেকে কানাডিয়ান হাই কমিশনে অঙ্গীভূত ‘সিডা’ (কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি)র ‘এএসটি প্রকল্পে পার্সোনেল ম্যানেজার হিসাবে দু’বছর চাকুরীর পর উনিশ শ’ নববই থেকে আটানব্বই পর্যন্ত ‘পিএসইউ’ প্রকল্পে অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন। স্বপ্নময় কৈশোর ও উত্তাল যৌবনের সন্ধিক্ষণে অনধীত দু’একটা ছোটগল্প রচনায় কষ্ট প্রচেষ্টার পর প্রথম গ্রন্থ ‘হঠাৎ কতিপয়’ প্রকাশ। ‘ছাইভস্ম’ মুহসিন আবদুর রহমান রচিত দ্বিতীয় গ্রন্থ।

মুহসিন আবদুর রহমান এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon