মো. আল-আমিন (আশিক)

মো. আল-আমিন (আশিক)

মো. আল-আমিন (আশিক) : মো. আশরাফুল আলম ও মোছা. আতিকা বানুর প্রথম সন্তান। জন্ম মাতুলালয়ে। বেড়ে ওঠা সেখানেই। সেখান থেকেই প্রাথমিকের গণ্ডি পেরিয়ে গাংনীতে আসা। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক আর ক্যান্টনমেন্ট কলেজ, যশোর থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। এরপর খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে পুরকৌশলে স্নাতক সম্পন্ন করেন। উচ্চমাধ্যমিকের সময়ই গাংনী গণিত পরিবারের পথ চলার শুরুতে একজন ছিলেন। ২০১৬-১৭ মেয়াদে পালন করেছেন গাংনী গণিত পরিবারের পরিচালকের দায়িত্ব।

মো. আল-আমিন (আশিক) এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon