মারিও পুজো

মারিও পুজো

মারিও জিয়ানলুইগি পুজো (জন্ম: ১৫ অক্টোবর, ১৯২০ - মৃত্যু: ২ জুলাই, ১৯৯৯) একজন ইতালীয়-আমেরিকান কথাসাহিত্যিক ও চিত্রনাট্যকার। আমেরিকার মাফিয়াদের নিয়ে রচিত গডফাদার (১৯৬৯) নামক উপন্যাসের জন্য তিনি বহুলভাবে সমাদৃত। তার গডফাদার উপন্যাস অবলম্বনে নির্মিত গডফাদার চলচ্চিত্রের জন্য তিনি ১৯৭২ ও ১৯৭৪ সালে সেরা চিত্রনাট্য বিভাগে একাডেমী পুরস্কার লাভ করেন।পুজো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন বিমান বাহিনীতে যোগ দেন এবং জার্মানীতে কর্মরত ছিলেন। পরবর্তীকালে তিনি সাহিত্য সম্পাদক হিসেবে কাজ করেন একটি পত্রিকাতে।১৯৫০ সালে পুজোর প্রথম ছোটগল্প দি লাস্ট ক্রিস্টমাস আমেরিকান ভ্যানগার্ড পত্রিকায় প্রকাশিত হয়।তিনি ১৯৯৯ সালের ২ জুলাই তারিখে নিউ ইয়র্কের লং আইল্যান্ডের ওয়েস্ট বে এলাকার ম্যানর লেনে অবস্থিত নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন।

মারিও পুজো এর বই সমূহ

Showing 1 to 4 of 4

View

Sort icon