মিস শেফালি

মিস শেফালি

মিস শেফালি ওরফে আরতি দাসের জন্ম ৪ মার্চ ১৯৪৭ তৎকালীন পূর্ববঙ্গের নারায়ণগঞ্জে। পিতা রামকৃষ্ণ দাস, মাতা সুভাষিণী। দেশভাগের পর কলকাতার আহিরীটোলায় এসে আশ্রয় নেয় পরিবার। ভাগ্যবিড়ম্বিত জীবনে মাত্র ১১ বছর বয়সেই এক অ্যাংলো-ইন্ডিয়ান বাড়ির পরিচারিকা। পরের বছর ১৯৫৯-এ ফিরপোজ হোটেলের ক্যাবারে নর্তকী। আরতি থেকে হলেন শেফালি। ১৯৬৩ সালে ওবেরয় গ্র্যান্ড থেকে ডাক পান। ১৯৬৭-তে হোটেল হিন্দুস্থান, ১৯৬৯-এ আবার ওবেরয় গ্ল্যান্ডে। সত্যজিৎ রায়ের চলচ্চিত্রে অভিনয় করেছেন। নৃত্য এবং অভিনয়ের জন্য পেশাদার রঙ্গালয়ে তাঁর খ্যাতি ছিল আকাশছোঁয়া। বিশ্বরূপা, রামমোহন মঞ্চ, সারকারিনা, রঙমহলে তাঁর অভিনীত বিখ্যাত নাটকের মধ্যে আছে ‘চৌরঙ্গি’, ‘আসামী হাজির’, ‘কড়ি দিয়ে কিনলাম’, ‘সাহেব বিবি গোলাম’, ‘সম্রাট ও সুন্দরী’ প্রভৃতি। ওয়ানওয়াল থিয়েটার, যাত্রাও করেছেন। বাংলা চলচ্চিত্র প্রসার সমিতি, আর্টস ফোরাম, চিত্রজগৎ কর্তৃক সম্মানিত। পেয়েছেন ‘নৃত্যসম্রাজ্ঞী’ খেতাব। ওয়েস্ট বেঙ্গল জার্নালিস্টস অ্যাসোসিয়েশন-এর ‘দিশারী’ পুরস্কারের পাশাপাশি সম্মানিত হয়েছেন ‘উত্তমকুমার স্মৃতি পুরস্কার’-এ।অবসরজীবনে বসবাস করছেন সাতগাছিয়ার ফ্ল্যাটে।

মিস শেফালি এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon