সায়ীদ আবুবকর

সায়ীদ আবুবকর

সায়ীদ আবুবকর জন্ম ১৯৭২ সালের ২১ সেপ্টেম্বর যশোর জেলার রামভদ্রপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা ১০। প্রণয়ের প্রথম পাপ (১৯৯৬), জুলেখার শেষ জাল (২০০৪), সাদা অন্ধকারে কালো জ্যোৎস্নায় (২০০৬), বঙ্গেতে বসতি (২০০৮), এবার একটিবার একসাথে (২০১১), আমার কোথাও যাওয়ার নেই (২০১৭) তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ। তিনি বাংলা ভাষায় মধুসূদনের ইংরেজি কবিতার অনুবাদক। তাঁর কবিতা প্রকাশিত হয়েছে ইংরেজি, স্প্যানিশ, চাইনিজ, রাশিয়ান, উড়িশা ও আরবি ভাষায়। তাঁর কবিতা পাঠ্য হয়েছে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে। পোয়েমহান্টারের জরিপে তিনি বিশ্বের শীর্ষ ৫০০ কবির অন্যতম।

সায়ীদ আবুবকর এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon