নিঝুম মজুমদার

নিঝুম মজুমদার

নিঝুম মজুমদার পেশায় একজন ব্যারিস্টার এবং সলিসিটর। তিনি প্রথমে আইন পেশায় যুক্ত হন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে। পরবর্তীতে তিনি নিউজিল্যান্ড হাইকোর্টে ব্যারিস্টার এবং সলিসিটর হিসেবে এনরোলড্ হন। বর্তমানে তিনি যুক্তরাজ্যে আইন পেশায় নিয়োজিত রয়েছেন। তাঁর বাবা অ্যাডভোকেট গোলাম সারওয়ার মজুমদার বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন প্রবীণ আইনজীবী এবং মা মনওয়ারা সারওয়ার একজন গৃহিনী । নিঝুম মজুমদার লিখতে ও পড়তে ভালোবাসেন। তাঁর লেখালিখির প্রিয় বিষয় আইন, ইতিহাস ও রাজনীতি । বাংলাদেশে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে তাঁর তিনটি গবেষণামূলক আইনি গ্রন্থ রয়েছে। এগুলো হচ্ছে, (১) একাত্তরের ঘাতকদের বিচারে মুসলিম আইডেন্টিটির অপব্যবহার ( ২০১৮), আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: বিবাদী পক্ষের অদ্ভুত সাক্ষীগুলো (২০২০), আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল: প্রোপাগান্ডা ও উত্তর (২০২১)। তাঁর স্ত্রীও পেশায় একজন ব্যারিস্টার। পুত্র ইথান, কন্যা ফিওনা এবং স্ত্রী লিসাকে নিয়ে তিনি যুক্তরাজ্যে বসবাস করেন।