পল ডেভিস

পল ডেভিস

পল চার্লস উইলিয়াম ডেভিস এএম (জন্ম: ২২ এপ্রিল ১৯৪৬) একজন ইংরেজ পদার্থবিজ্ঞানী, লেখক এবং সম্প্রচারক , অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিয়ন্ড: সেন্টার ফর ফান্ডামেন্টাল কনসেপ্টস ইন সায়েন্সের পরিচালক। তিনি ক্যালিফোর্নিয়ার চ্যাপম্যান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর কোয়ান্টাম স্টাডিজের সাথে যুক্ত । তিনি পূর্বে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় , ইউনিভার্সিটি কলেজ লন্ডন , ইউনিভার্সিটি অফ নিউক্যাসল আপন টাইন , ইউনিভার্সিটি অফ অ্যাডিলেড এবং ম্যাককোয়ারি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক পদে অধিষ্ঠিত ছিলেন। তাঁর গবেষণার আগ্রহ বিশ্বতত্ত্ব , কোয়ান্টাম ফিল্ড তত্ত্ব এবং জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে ।

২০০৫ সালে, তিনি ইন্টারন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোনটিক্সের SETI : পোস্ট-ডিটেকশন সায়েন্স অ্যান্ড টেকনোলজি টাস্কগ্রুপের সভাপতিত্ব করেন । ডেভিস METI (মেসেজিং এক্সট্রাটেরেস্ট্রিয়াল ইন্টেলিজেন্স) এর উপদেষ্টা পরিষদে দায়িত্ব পালন করেন ।

পল ডেভিস এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon