শাম বারিকপুরী

শাম বারিকপুরী

বাংলাদেশে বসে যারা উর্দু সাহিত্য রচনা করছেন তাদের একজন শাম বারিকপুরী। তিনি ভারতের ২৪ পরগনা জেলার বারিকপুরে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন। ১৯৬১ সালে মেট্রিক, ১৯৬৩ সালে খুলনার দৌলতপুর কলেজ থেকে ইন্টারমিডিয়েট, লাহোরের গভর্নমেন্ট কলেজ থেকে বি.এ, পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে উর্দু বিষয়ে এম.এ করেন। তিনি খুলনায় বসবাস করতেন। এখানেই তিনি ২০০২ সালের ৮ ডিসেম্বর মৃত্যু বরণ করেন। পিতৃপ্রদত্ত শাহ মুহাম্মদ নামটি সংক্ষিপ্ত করে শাম নামেই লিখতেন। ১৯৫৫ সাল থেকেই তার লেখা দেশ-বিদেশের বিভিন্ন পত্রিকায় ছাপা হতে থাকে। করাচীর আখবারে জাহা, সাকী, নুক্কাদ, ইনশা, লাহোরের নুসরাত, লাইল ও নাহার, গুলফাশা, কিনদিল, আদবে লাতীফ, উর্দু ডাইজেস্ট, সাইয়ারা ডাইজেস্ট, নয়া দিলির তাহরীর সহ বিভিন্ন পত্রিকায় তিনি লিখতেন। ছোটগল্প, নাটক, উপন্যাস সব শাখাতেই তার পদচারণা ছিল। তার লেখায় বাংলাদেশের সমাজ ও সংস্কৃতি স্থান পেয়েছে। বিশেষত বাংলাদেশের প্রকৃতি নিয়ে সবচেয়ে বেশি লিখেছেন। তার উর্দু ছোটগল্প সংকলনের মধ্যে রয়েছে পদ্মা কি মাওজে (পদ্মার ঢেউ) (১৯৭৯), মেঘনা কি লাহরে (মেঘনার তরঙ্গ) (১৯৮০), যমুনার ধারে (যমুনার স্রোত) (১৯৮৪), (১৯৮৪), (সূর্যমুখী-১৯৮৬), রজনীগন্ধা (১৯৯০) ইত্যাদি।

শাম বারিকপুরী এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon