অতুল সুর

অতুল সুর

প্রখ্যাত অর্থনীতিবিদ, নৃতাত্ত্বিক, ঐতিহাসিক এবং প্রাবন্ধিক অতুল সুর (জন্মঃ- ৫ আগস্ট, ১৯০৪ – মৃত্যুঃ- ২ জানুয়ারী,১৯৯৯) বাঙ্গালি পাঠকের আছে এক অতি পরিচিত নাম। তাঁর বিখ্যাত রচনা গুলির মধ্যে আছে আঠারো শতকের বাঙলা ও বাঙালী (১৯৫৭), চোদ্দ শতকের বাঙালী (১৯৯৪), দেবলোকের যৌনজীবন (১৯৮৩), প্রমীলা প্রসঙ্গ (১৯৩৯), বাঙলা ও বাঙালী (১৯৫০), বাঙলা ও বাঙালীর বিবর্তন, বাঙালীর নৃতাত্ত্বিক পরিচয় (১৯৭৭), ভারতের বিবাহের ইতিহাস (১৯৬০), ভারতের নৃতাত্ত্বিক পরিচয় (১৯৮৮), সিন্ধু সভ্যতার স্বরূপ ও সমস্যা (১৯৫০)।

তিনি প্রায় দেড় শতাধিক গ্রন্থ লেখেন। তাঁর রচিত প্রবন্ধের সংখ্যা দশ হাজারেরও বেশি। ১৯২৮ সালে নৃতত্ত্ব নিয়ে এম.এ. করে প্রথম শ্রেণীতে প্রথম স্থান দখল করেন এবং স্বর্ণপদক পান। কর্মজীবনে তিনি কখনো অধ্যাপক, কখনো সাংবাদিক, কখনো আবার স্টক এক্সচেঞ্জের উপদেষ্টা হয়ে কাজ করেন। তিনি মহেঞ্জোদাড়োয় প্রত্নতত্ত্বের কাজেও যুক্ত ছিলেন। বাংলা সাহিত্যে তিনি একাধিক গবেষণাধর্মী প্রবন্ধ লিখে জনপ্রিয়তা লাভ করেন। সমাজ, অর্থনীতি, পুরাতত্ত্ব প্রভৃতি বিষয় অবলম্বনে তিনি বাংলা ও ইংরেজি দুই ভাষাতেই অসংখ্য মনোজ্ঞ প্রবন্ধ রচনা করেন। ভারতে মূলধনের বাজার, ভারতের বিবাহের ইতিহাস, বাঙালীর নৃতাত্ত্বিক পরিচয়, বাংলা ও বাঙালি, বাংলার সামাজিক ইতিহাস প্রভৃতি তাঁর রচিত জনপ্রিয় প্রবন্ধসমূহ।

অতুল সুর এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon