আর্চার ব্লাড

আর্চার ব্লাড

আর্চার কেন্ট ব্লাড (জন্ম: ২০ মার্চ, ১৯২৩, শিকাগো, ইলিনয়, মার্কিন যুক্তরাষ্ট্র মৃত্যু: সেপ্টেম্বর ৩, ২০০৪, ফোর্ট কলিন্স, কলোরাডো, মার্কিন যুক্তরাষ্ট্র) একজন আমেরিকান কর্মজীবনের কূটনীতিক এবং শিক্ষাবিদ ছিলেন। তিনি বাংলাদেশের ঢাকায় সর্বশেষ আমেরিকান কনসাল জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংঘটিত নৃশংসতার বিরুদ্ধে প্রতিবাদী শক্তিশালী শব্দ "ব্লাড টেলিগ্রাম" পাঠানোর জন্য বিখ্যাত।

আর্চার ব্লাড এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon