ড. মমতাজ সাহানারা

ড. মমতাজ সাহানারা

ড. মমতাজ সাহানারা (ছবি) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। পিতা মরহুম সালেহউদ্দীন মিয়া, মাতা আনোয়ারা বেগম। তিনি পাতারহাট উচ্চ বিদ্যালয় হতে অষ্টম শ্রেণিতে বৃত্তি পাওয়া প্রথম ছাত্রী, তিনি একই বিদ্যালয় হতে ১৯৮২ সালে ১ম বিভাগে বিজ্ঞান শাখায় উত্তীর্ণ হন। ১৯৮৪ সালে পাতারহাট আর সি কলেজ হতে ১ম বিভাগে বিজ্ঞান শাখায় উত্তীর্ণ হন। তারপর বিএ অর্নাস (ইসলামের ইতিহাসও সংস্কৃতি) এবং এমএ ইডেন মহিলা কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয় হতে সমাপ্ত করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগ হতে মুক্তিযুদ্ধের উপর পিএইচডি অর্জন করেন। তিনি ২ মেয়ে ১ ছেলের জননী। তার বড় মেয়ে আর্কিটেক্ট ও ছোট মেয়ে ডাক্তার, ছেলেটি O লেভেলের ছাত্র। তাঁর স্বামী হারুন-অর-রশীদ হাওলাদার একজন আইনজীবী ও সমাজ সেবক। ১৯৯৬ সালে ১৬তম বিসিএসস এর মাধ্যমে প্রভাষক হিসাবে ইডেন কলেজে কর্মজীবন শুরু করেন। বর্তমানে তিনি উপাধ্যক্ষ হিসাবে সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকায় কর্মরত আছেন।

ড. মমতাজ সাহানারা এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon