সিকদার আমিনুল হক

সিকদার আমিনুল হক

সিকদার আমিনুল হকের জন্ম ৬ ডিসেম্বর ১৯৪২ কাঁচরাপাড়া, কলকাতায়। পাঁচ ভাই, তিন বােনের মধ্যে সর্বজ্যেষ্ঠ। শিক্ষা : স্নাতক পর্যন্ত। পিতা ছিলেন রেলওয়ে ইঞ্জিনিয়ার, তাই শৈশব থেকে প্রথম যৌবন পর্যন্ত পশ্চিমবঙ্গ, আসাম ও বাংলাদেশের বহু স্থানে স্বল্পকালীন বাস করার অভিজ্ঞতার পরে বর্তমান স্থায়ী ঠিকানা, ঢাকা। বিবাহিত। স্ত্রী ও দুই পুত্র নিয়ে ছােট পরিবার। শখ : ধ্রুপদী গান শােনা, বারান্দায় অলস চিত্তে বসে থাকা, বিশেষত রাত্রিবেলা। প্রবাসী বাঙালিদের নিমন্ত্রণে মার্কিন দেশ ভ্রমণ করেছেন একবার। তার ‘সতত ডানার মানুষ’ কাব্যগ্রন্থ বাঙালি পাঠকের কাছে। চিরায়ত গ্রন্থের মর্যাদা পেয়েছে। পুরস্কার : আহসান হাবীব স্মৃতি পুরস্কার ও বাংলা একাডেমী পুরস্কার ১৯৮৫। সর্বমােট কাব্যগ্রন্থ ১৭টি। প্রবন্ধের বই ২টি। হৃদরােগের কারণে বড় অসুস্থতার পরে শল্য-চিকিৎসায় এখন খানিকটা সুস্থ। ঠাণ্ডা তাঁর নিত্যসঙ্গী। বিনয়ী, স্বল্পভাষী ও মদ স্বভাবের খ্যাতি। আছে পরিচিত মহলে। ধর্মবিশ্বাস প্রবল, কিন্তু তা ব্যক্তিগত চর্চা ও উপলব্ধির বিষয় বলে মনে করেন। কেতাদুরস্ত পােশাক ও খাদ্যে বিলাসিতা থাকলেও সামাজিকতায় অপটু, সম্ভবত। সে-কারণেই ভিড় ও সংঘে খুব বেশি স্বস্তি পান না।... মৃত্যুচিন্তা তাঁর প্রিয় বিষয়।

সিকদার আমিনুল হক এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon