আহমেদ বাসার

আহমেদ বাসার

আহমেদ বাসার কবি কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক আহমেদ বাসার এর জন্ম ৪ জুন ১৯৮২ সালে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বালিয়াকান্দি গ্রামে। পিতা আবদুল হাই ও মাতা আসমা খাতুন। সহধর্মিণী সানজিদা আক্তার ইমু। দুই কন্যা ওয়াসিয়া তাজনূর বারিষা ও ওয়াসফিয়া নাজরীন এষা। বিজবাগ এন. এ কলেজ থেকে এস.এস.সি ও এইচ.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়য়ের বাংলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন। শামসুর রাহমানের কবিতা নিয়ে গবেষণা করে এম,ফিল ডিগ্রি অর্জন করেছেন ২০১২ সালে। রাজউক ইত্তরা মডেল কলেজের বাংলা বিভাগে অধ্যাপনায় নিয়োজিত। ছোটবেলা তেকেই লেখালিখির সূচনা। দেশের গুরুত্বপূর্ণ জাতীয় দৈনিক, সাহিত্যপত্র ও ছোটকাগজে নিয়মিত লেখেন। প্রকাশিত গ্রন্থ দশটি।

আহমেদ বাসার এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon