তুষার আব্দুল্লাহ রিজভী

তুষার আব্দুল্লাহ রিজভী

তুষার আব্দুল্লাহ্ রিজভী ছোটো বেলা থেকেই ভীষণ কল্পনা বিলাসী। পাঠ্য বইয়ের থেকে গল্প, উপন্যাস, কবিতার বইগুলোই তাঁকে বেশি টানত, মুগ্ধ করত! এই বই পড়ার নেশাই তাঁকে লেখক হয়ে ওঠার স্বপ্ন দেখাতে শুরু করে। তাই তো নিজেও ফুল, পাখি, নদী, আকাশ নিয়ে ভেবে ভেবে, দুই চার লাইন লিখে ফেলতেন। অনুভূতি প্রকাশের সেই দু’চার লাইনই তাঁকে সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে এগিয়ে নিয়ে আসে কয়েক ধাপ। এক্ষেত্রে ফেইসবুক নামক সামাজিক যোগাযোগ মাধ্যম আরও এগিয়ে নিয়ে যায়। আর এভাবেই তাঁর সাহিত্যের লেখনী জগতে পদার্পণ।

প্রথম বই ‘নাইন টু ফাইভ’ ও দ্বিতীয় বই ‘অক্টাক্লোন’ বেশ সাড়া ফেলায় পর ‘অভিশঙ্কা তার তৃতীয় বই।

সফলতার পথে অগ্রসর হওয়া এই লেখকের জন্ম ১৮ জুন ২০০০, গাজীপুর জেলায়। এখানে বেড়ে উঠলেও পৈতৃক নিবাস মূলত বরিশাল। লেখকের একটাই চাওয়া, পাঠকের জন্য ভালো কিছু উপহার দেওয়া আর অফুরন্ত ভালোবাসা অর্জন করা। আমরা ও পাঠক সমাজ লেখকের দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

তুষার আব্দুল্লাহ রিজভী এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon