চন্দা মাহজাবীন

চন্দা মাহজাবীন

চন্দা মাহজাবীন ব্যবসায়ী ও নৈতিক বক্তা। জন্ম সিলেট জেলায়। সরকারি কর্মকর্তার বাবার কারণে শৈশব ও কৈশোর কেটেছে দেশের বিভিন্ন জেলায়।

চট্টগ্রামের ড: থাস্তগীর উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাশ করেন। চট্টগ্রাম কমার্স কলেজ থেকে গ্রাজুয়েশন ডিগ্রী লাভের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে এল.এল.বি পাশ করেন।

বর্তমানে পেট্রোলিয়াম ব্যবসায় জড়িত রয়েছেন। এর পাশাপাশি হাল ছেড়ো না বন্ধু হিসাবে মানুষের পাশে থেকে সেবা করাকে ব্রত হিসেবে ভেবে নিয়েছেন।

চন্দা মাহজাবীন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon