লুৎফর হাসান

লুৎফর হাসান

লুৎফর হাসান এর জন্ম নবগ্রাম, গোপালপুর, টাঙ্গাইল এ । জন্ম তারিখ – ১৬ ফেব্রুয়ারি। গানের সঙ্গে লুৎফর হাসানের সর্ম্পক বেশ আগে থেকেই। অন্যদিকে গীতিকার হিসেবে যাত্রা শুরু হয়েছিল একই সময়ে , তবে, শ্রোতারা তাকে ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’ গানের মাধ্যমেই আবিস্কার করেন । একই শিরোনামে ২০১১ সালে প্রকাশিত অ্যালবামটির মাধ্যমে গায়ক লুৎফরের আত্মপ্রকাশ । তবে গানের বাইরে আরেক সত্তা লিখে যাচ্ছে নিয়মিত ভাবে। লেখালিখি নিয়ে ভাবনার কথা জানতে চাইলে বলেন " লিখে যেতে চাই অবিরাম ' এখনো পর্যন্ত তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্য ২ টি। বর্তমানে একটি মিউজিক কোম্পানির হেড অব অপারেশন্স হিসেবে দায়িত্বে আছেন।

লুৎফর হাসান এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon