হুরে জান্নাত শিখা

হুরে জান্নাত শিখা

হুরে জান্নাত শিখা ১৯৭১ সালের ৭ ডিসেম্বর। ময়মনসিংহ জেলায় জন্মগ্রহন করেন। শৈশব এবং কৈশাের কাটিয়েছেন গ্রামে। সেখানেই স্কুল জীবন। ইডেন কলেজ থেকে তিনি উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মনােবিজ্ঞানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনী কলেজ ঢাকায় মনােবিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই পুত্র সন্তানের জননী। কবিতা ছাড়াও তিনি মনােবিজ্ঞান এবং সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধ লেখেন।। মানুষের আন্তসম্পর্কের গভীর মনস্তত্ত্ব এবং প্রকৃতির সাথে মানুষের গভীর অন্তরঙ্গতা তার 'চিন্তাশীলতার মূল উপকরণ। কবিতাগুলাে। শিরােনামহীন তার প্রথম কাব্যগ্রন্থ।

হুরে জান্নাত শিখা এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon