তানভীর সিকদার

তানভীর সিকদার

তানভীর সিকদার। তরুণ কবি ও বাচিকশিল্পী। জন্মেছেন সমুদ্র-পাহাড়ের অপূর্ব মোহনা চট্টগ্রামে। তার দারুণ দারুণ সব কবিতা ইতোমধ্যে পাঠকের নজর কেড়েছে। তানভীর সিকদার এর কবিতার মূল্যায়ন এবং প্রশংসা করেছেন বিখ্যাত কবি আল মাহমুদ নিজেই। মানসম্পন্ন লেখার দিকে বিশেষ নজর বলেই, এখন পর্যন্ত প্রকাশিত বইয়ের সংখ্যা মাত্র ক’টি। তরুণ এই কবির অনিন্দ্য সুন্দর শব্দগাঁথুনি এবং বিশুদ্ধ উচ্চারণ ভঙ্গিমায় করা আবৃত্তি পাঠকপ্রাণে মুগ্ধতা ছড়ায়।

তানভীর সিকদার এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon