অনন্যা জান্নাত

অনন্যা জান্নাত

যশাের শহরে বেড়ে ওঠা কবি অনন্যা জান্নাতের জন্ম ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর। সহজ, সরল, সৎ, স্পষ্টভাষী, সাহসী, প্রতিবাদী ও দৃঢ়চেতা এই কবি, তফসির আহমদ ও নিলুফার ইয়াসমিন দম্পতির বড় সন্তান। ইংরেজি সাহিত্যের শিক্ষার্থী হিসেবে মনে স্বাভাবিকভাবেই সাহিত্যের বীজ সুপ্তাবস্থায় ছিল। যাপিত জীবনের নানা ঘাত-প্রতিঘাত সেই বীজকে উসকে দিয়ে গড়েছে মহীরুহ। তার লেখায় নান্দনিক শব্দ আর মেদহীন উপমার সাথে মিশে আছে হৃদয়ের নিখাদ অনুভূতি। ‘প্রণয়ের আটপৌরে অসুখ সাহিত্যপাড়ায় অনন্যা। জান্নাতের প্রথম নিবেদন। প্রচণ্ড আবেগী জীবনের সাথে প্রণয়ের অমিমাংসিত পরিণয়ের অপূর্ব মেলবন্ধন। এই কাব্য। এছাড়া বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে কবির বেশকিছু কবিতা। প্রকাশিত হয়েছে তােপধ্বনি' (২০১৯) নামের যৌথকাব্য। হৃদয়ের নির্যাস থেকে বেরিয়ে শব্দমালা সময়ের সাথে। এগিয়ে যাবে সাফল্যের স্বর্ণচূড়ায় সেই প্রত্যাশা রাখি।

অনন্যা জান্নাত এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon