তাজরীন খন্দকার

তাজরীন খন্দকার

এই পরিচয় দেওয়ার জায়গাটাকে আমি একান্তই আমার চেষ্টায় গড়েছি। আজকের লেখক তাজরীন খন্দকার হতে পারার পেছনে কারোরই কোনো হাত নেই। একদম আপন ইচ্ছার প্রতিফল আমার এই অবস্থান! কথায় থাকে মানুষ যা নিজে কষ্ট করে অর্জন করে তা সে আমৃত্যু আগলে রাখে। আমিও রাখবো আমার এই লেখক সত্তাকে। পরিচয় পর্বে এসে বারবার থতমত করবো, কি জানি দেওয়া উচিত, কি জানি উচিত! তবে যা দেওয়া উচিত তা ইতোমধ্যে সকলেরই জানা। আর জন্মসাল থেকে তো প্রতি বছরই পিছিয়ে যাবো, সময়ের সাথে সাথে তা উল্লেখ করতে গেলে মনে হবে বুড়ো হয়ে যাচ্ছি। তাই এবার থেকে তা উহ্যই থাকলো ।

তাজরীন খন্দকার এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon