রানা মাসুদ

রানা মাসুদ

কবি ও কথাসাহিত্যিক রানা মাসুদের জন্ম ১৯৭০ সালের ৪ ফেব্রুয়ারি রংপুরে। লেখালেখি করছেন তারুণ্য থেকেই। সাংবাদিকতা করেছেন। রংপুর থেকে প্রকাশিত সর্বাধিক জনপ্রিয় পত্রিকা দৈনিক যুগের আলো’র ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন একসময়। ফটোগ্রাফিও ছিল তার শখ। শিশুকিশোরদের সঙ্গে তার দারুণ সখ্য। জীবিকার তাগিদে একসময় পত্রিকা ছেড়ে হাল ধরেন পৈতৃক ব্যবসার। ব্যবসার ব্যস্ততায় হয়ে পড়েন নিভৃতচারী। তবে চর্চা থেমে থাকেনি। নীরবে চলেছে লেখালেখি। প্রায় দুই যুগ পর নতুন লেখা নিয়ে সাহিত্যাঙ্গনে তাঁর ফিরে আসা। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে তাঁর কিশোর রহস্য রোমাঞ্চ উপন্যাস ‘কক্সবাজারের মাছলি বাবা’, দার্জিলিংয়ের ডোবারম্যান, কাব্যগ্রন্থ ‘জীবনের চার লাইন’। বড়দের জন্য লেখা উপন্যাস দূর কোন দূর ঠিকানায়, গল্পগ্রন্থ এভাবেই আছি ও অন্যান্য গল্প এবং যুবকের একটা পাপ আছে।

রানা মাসুদ এর বই সমূহ

Showing 1 to 2 of 2

View

Sort icon