শাখাওয়াৎ নয়ন

শাখাওয়াৎ নয়ন

শাখাওয়াৎ নয়ন। জন্ম ২০ মে ১৯৭৪। মাদারীপুর জেলার কুন্তিপাড়া গ্রামে, নানাবাড়িতে। বাবা মুক্তিযোদ্ধা আইয়ুব আলী মোল্লা এবং মা রিজিয়া বেগম। উত্তর ব্রাহ্মন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ওয়ানের ফাইনাল পরীক্ষায় ডাবল শূন্য পেয়ে শিক্ষাজীবনের শুরু হলেও, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্স পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটি থেকে ফুলব্রাইট স্কলারশিপে পাবলিক হেলথে পিএইচডি এবং পোস্ট ডক্টরেট করেছেন ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর থেকে। হংকং থেকে তিনি হৃদরোগ-বিষয়ক গবেষণায় পেয়েছেন আন্তর্জাতিক স্বীকৃতি ‘দ্য বেস্ট ইয়োথ সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড ২০১৬’। কর্মজীবনে অস্ট্রেলিয়া, এশিয়া ও ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটিতে অধ্যাপনা ও গবেষণামূলক কাজ করেছেন। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অস্ট্রেলিয়ার নিউক্যাসল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর, ব্যাবেজ বইউই ইউনিভার্সিটি অব রোমানিয়া এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি অব বাংলাদেশ। বাল্যকালে ছোট চাচাকে পত্র লেখার মধ্য দিয়ে লেখালেখিতে হাতেখড়ি। বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, সুইডেন ও যুক্তরাজ্য থেকে প্রকাশিত বাংলা পত্রপত্রিকায় এ পর্যন্ত দুই শতাধিক প্রবন্ধ ও নিবন্ধ প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি এসব দেশের পত্রপত্রিকায় গল্প ও উপন্যাস লেখেন। ‘ব্যাপ্টিস্ট চার্চ এবং একটি টিকটিকির গল্প’ তাঁর প্রথম গল্পগ্রন্থ; ‘অদ্ভুত আঁধার এক’ প্রথম উপন্যাস; ‘নিয়তিপাড়ে গলে যাওয়া ডিমগুলি’ প্রথম নিবন্ধগ্রন্থ এবং ‘অল্প ভাঙ্গা গল্প’ দ্বিতীয় গল্পগ্রন্থ।

শাখাওয়াৎ নয়ন এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon