মুহাম্মদ সৈয়দুল হক

মুহাম্মদ সৈয়দুল হক

লেখাতেই লেখকের পরিচয়। লেখার লাইনে লাইনে, শব্দে শব্দে, কথামালায়, চিন্তা-চেতনায়, প্রকাশভঙ্গিতে। লেখক কেমন—তা লেখকের লেখাতেই স্পষ্ট হয়ে ওঠে। তাই, অন্যকোনো পরিচয়-ই লেখকের লেখক পরিচয়কে ছাপিয়ে যেতে পারে না। নজরুল দরিদ্র আর রবীন্দ্রনাথ ধনাঢ্য পরিবারের। কিন্তু আমরা এ-সব পরিচয়ে তাঁদের জানতে চাই না। আমাদের কাছে তাঁদের পরিচয় একজন জাতীয় কবি, অপরজন বিশ্বকবি। তাঁদের দরিদ্রতা কিংবা ধনাঢ্যতা তাদের লেখক পরিচয়কে ছাপিয়ে যেতে পারেনি। অতএব, লেখকের ‘লেখক পরিচিতি’ জানতে চাইলে ঢুকে পড়তে হবে লেখাতেই। তবুও পাঠকের আগ্রহকে সম্মান জানিয়ে কিঞ্চিৎ বলে যাই। জন্মেছি চট্টগ্রামের ফটিকছড়িতে। বেড়ে ওঠা গ্রামেই। এখন অবশ্য শহুরে হয়ে উঠেছি। করোনার করুণ পরিণতিতে এখনো স্নাতক শেষ করে উঠতে পারিনি। লেখালিখি দীর্ঘদিনের শখ-সাধনা। ছেলেবেলা থেকেই লিখছি। ‘প্রশংসিত’ আমার প্রথম গ্রন্থ। এর আগে বিভিন্ন অনলাইন-অফলাইন পত্রিকা, ম্যাগাজিন/সাময়িকীতে লিখেছি। করেছি সম্পাদনার কাজ। ক্ষুদ্র জীবনে বৃহৎ কিছু হবার ইচ্ছে নাই৷ ঠিকঠাক মানুষ হয়ে মরতে পারলেই বাঁচি। তার ফাঁকে ফাঁকে যদি পৃথিবীর মানুষের জন্য কিছু করে যেতে পারি, রেখে যেতে পারি, তাতেই বোধহয় জীবনের সার্থকতা।

মুহাম্মদ সৈয়দুল হক এর বই সমূহ

Showing 1 to 1 of 1

View

Sort icon