- বিষয়
- লেখক
- প্রকাশনী
- বিশ্বসাহিত্য কেন্দ্র
- অন্যপ্রকাশ
- আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড
- অন্বেষা প্রকাশন
- প্রতীক প্রকাশনা সংস্থা
- পাঞ্জেরী পাবলিকেশন্স লিমিটেড
- ফিঙ্গারপ্রিন্ট প্রকাশনা
- হার্পার কলিনস পাবলিশার্স
- কাকলী প্রকাশনী
- রুপা পাবলিকেশন্স
- অনুপম প্রকাশনী
- মাওলা ব্রাদার্স
- পার্ল পাবলিকেশন্স
- পেঙ্গুইন র্যান্ডম হাউস
- দে’জ পাবলিশিং
- জ্ঞানকোষ প্রকাশনী
- আরো দেখুন...
- একুশে বইমেলা
- সর্বোচ্চ ডিসকাউন্ট
- স্টেশনারি
অসিতবরণ ঘোষ
অসিতবরণ ঘোষের জন্ম ১৯৩৬ সালে, যশোর শহরে। তিনি ১৯৫৩ সালে যশোরের সম্মিলনী ইনস্টিটিউশন থেকে ম্যাট্রিকুলেশন, খুলনার ব্রজলাল কলেজ থেকে আইএসসি এবং যশোরের মাইকেল মধুসূদন কলেজ থেকে ১৯৫৭ সালে কৃতিত্বের সাথে স্নাতক পরীক্ষায় উত্তীর্ণ হন। কঠিন ব্যাধি ও আর্থিক সংকটের কারণে স্নাতকোত্তর পাঠে ছেদ ঘটিয়ে তিনি ১৯৫৮ সালের ফেব্রুয়ারিতে তার নিজের স্কুলেই শিক্ষকতায় যোগ দেন। তিন বছর শিক্ষকতার পর তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। দেশের বিভিন্ন কলেজে শিক্ষকতার পর সব শেষে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে তিনি ১৯৯৩ সালে অবসরগ্রহণ করেন। শিক্ষকতা জীবনের একেবারে শুরু থেকেই তিনি ছাত্রদের সাংস্কৃতিক চেতনা এবং মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধের বিকাশে একজন নিরলস কর্মী হিসেবে কাজ করে চলেছেন। আমাদের দেশে শিশুশিক্ষায় প্রবহমান নৈরাশ্য ও নৈরাজ্য নিরসনে তিনি বিগত দুই যুগ ধরে নানাবিধ কর্মযজ্ঞের আয়োজন ও উদ্যাপন করে আসছেন। এতদুদ্দেশ্যে তিনিই প্রথম বিশ্বনন্দিত শিশুশিক্ষাবিদ মারিয়া মন্তেসরি প্রণীত গ্রন্থ দ্য সিক্রেট অব চাইল্ডহুড হোয়াট ইউ শ্যুড নো অ্যাবাউট ইওর চাইল্ড এবং দি অ্যাবজরবেন্ট মাইন্ড বাংলা ভাষায় অনুবাদ করেন, যা দেশে-বিদেশে প্রশংসিত হয়েছে। নোবেল বিজয়ী স্যামুয়েল বেকেট রচিত নাটক অল দ্যাট ফল (সমূহ পতন)-এর সার্থক গ্রন্থ তিনি অনুবাদ করেছেন, যার মধ্যে দ্য ওয়ান্ডারার (সেই পরিব্রাজক) এবং দ্য ম্যাডম্যান (পাগল), স্যান্ড অ্যান্ড ফোম (বালুকা ও ফেনা), দ্য প্রফেট ইতোমধ্যেই প্রকাশিত এবং সুধীমহলে সমাদৃত হয়েছে। তার মৌলিক গ্রন্থের মধ্যে বিশেষভাবে উল্লেখ্য রামমোহন এবং ক্রান্তদর্শী শ্রীঅরবিন্দ।
অসিতবরণ ঘোষ এর বই সমূহ
Showing 1 to 4 of 4