আব্দুল খালেক মন্টু

আব্দুল খালেক মন্টু

আব্দুল খালেক মন্টু জন্ম ১৯৫১ সালের ২৪ জানুয়ারি। সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ঝাপড়া রামনাথ গ্রামে। পিতা সোহরাব আলী সরকার, মাতা জীবন নেছা। ধানঘড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তাঁর শিক্ষাজীবনের শুরু। ধানঘড়া উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৭ সালে এসএসসি, বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ১৯৬৯ সালে এইচএসসি, পাবনা এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ১৯৬৯-৭০ সালে বাংলায় স্নাতক সম্পন্ন করেন। দেশ স্বাধীন হওয়ার পর বগুড়া আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পড়াশোনার পাশাপাশি সক্রিয়ভাবে যুক্ত হন ছাত্ররাজনীতিতে। ১৯৭০-৭২ সালে রায়গঞ্জ থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। অংশগ্রহণ করেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে। ভারত থেকে প্রথম ব্যাচে ট্রেনিং গ্রহণ করে রণাঙ্গনের সম্মুখযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। এছাড়া, তিনি ‘সৃজনী সাংস্কৃতিক গোষ্ঠী'র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন। আব্দুল খালেক মন্টু উত্তরবঙ্গের সর্বাধিক প্রচারিত দৈনিক করতোয়া ও দৈনিক দুর্জয় বাংলা পত্রিকায় সহকারী সম্পাদক হিসেবে সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। বর্তমানে, তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত কয়েকটি প্রবন্ধ নিয়ে ২০১৩ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম বই প্রত্যাশিত স্বাধীনতা। পরবর্তীতে, তাঁর লেখা মানবতার জয়-পরাজয় ও মুক্তিযোদ্ধার কণ্ঠে শুনি মুক্তিযুদ্ধের গল্প গ্রন্থদ্বয় প্রকাশিত হয় যথাক্রমে ২০১৫ ও ২০২২ সালে । সত্য ও সুন্দরের পথে যত বাধা তাঁর প্রকাশিত চতুর্থ বই। মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি মাওলানা তর্কবাগীশ গুণিজন পদক, ২০১০ লাভ করেন। নাছিমা বেগম ও আব্দুল খালেক মন্টু দম্পতি চার পুত্র ও এক কন্যার গর্বিত পিতা-মাতা।

আব্দুল খালেক মন্টু এর বই সমূহ

Showing 1 to 3 of 3

View

Sort icon