আমিনা তাবাস্‌সুম

আমিনা তাবাস্‌সুম

আমিনা তাবাস্সুম, ব্রিটিশ বাংলাদেশি লেখক। জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। পড়াশোনা, সংসার এবং কর্মজীবন যুক্তরাজ্যে। ম্যাথন এবং কম্পিউটার সায়েন্স নিয়ে অনার্স করেছেন কিংস কলেজ লন্ডন থেকে। পরবর্তীসময়ে পাবলিক ম্যানেজমেন্টে মাস্টার্স করেন ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে। বারো বছর ইংল্যান্ডের লোকাল গভর্নমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টে চাকরির পর বর্তমানে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসে কর্মরত। ঢাকরির বিষয় ডাটা এবং পরিসংখ্যান হলেও আগ্রহ হলো বাংলা সাহিত্য। আমিনার লেখা ছোট গল্প, প্রবন্ধ, ভ্রমণ কাহিনি বিভিন্ন পত্রিকা আর গল্প সংকলনে প্রকাশিত হয়েছে আমিনার প্রথম উপন্যাস “মাতৃত্ব” ২০২১ সালে তাঁর দ্বিতীয় উপন্যাস “আহারে জীবন” ২০২২ প্রকাশিত হয়। স্বামী এবং দুই সন্তান নিয়ে ইংল্যান্ডের সারেতে এখন তাঁর বসবাস।

আমিনা তাবাস্‌সুম এর বই সমূহ

Showing 1 to 5 of 5

View

Sort icon